অবশেষে সব জল্পনাকল্পনা হলো সত্যি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। শনিবার তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। এর আগে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণ করেছিলেন।
শনিবার দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শাসক দলের পতাকা তুলে নেন বাবুল। সেখানে হাজির ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে বাদ দেওয়া হয়েছিল বাবুল সুপ্রিয়কে। তারপর থেকেই বিভিন্ন ভাবে বিজেপির সমালোচনা করতে শুরু করেন দু’বারের প্রাক্তন মন্ত্রী। তারপর থেকেই রাজনীতির ময়দান ছাড়ার কথা ঘোষণা করেন তিনি।
কিন্তু পরিস্থিতি এমন পৌঁছে গিয়েছে যে, সাংসদপদ ছেড়ে দেওয়ার কথাও ভাবেন গায়ক-রাজনীতিক। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাও এই বিষয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকের পরে বাবুল জানিয়েছিলেন, আপাতত সাংসদপদ ছাড়বেন না তিনি। তবে বিজেপি ছাড়ার জল্পনা চলছিল। এ দিনই সেই গুজবই সত্যি হল!
The post বলেছিলেন রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন! এখন অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগদান বাবুল সুপ্রিয়র first appeared on India Rag .from India Rag https://ift.tt/3nHeKGF
Bengali News