নয়া দিল্লিঃ ভারতের চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত আফগানিস্তানের পরিস্থিতি আর সেখানকার তালিবান শাসন নিয়ে প্রথমবার মুখ খুললেন। তিনি বলেন, ‘আফগানিস্তানের কথা বললে আমাদের সবার আগে এটা সুনিশ্চিত করব যে, ওখান থেকে আসা কোনও সমস্যার মোকাবিলা আমরা তেমন ভাবেই করব, যেমন ভারতে সন্ত্রাসবাদের সঙ্গে মোকাবিলা করি।
জেনারেল বিপিন রাওয়াত ভারত-প্রশান্ত মহাসগরের সমস্যাকে আলাদা-আলাদা বলে আখ্যা দেন। তিনি বলেন, এই দুটি সমস্যাকে এক চশমায় দেখা ঠিক নয়। বিপিন রাওয়াত বলেন, ‘দুটি ক্ষেত্রই এই অঞ্চলের নিরাপত্তার জন্য একটি চ্যালেঞ্জ উপস্থাপন করেছে, কিন্তু এগুলি বিভিন্ন পৃষ্ঠে রয়েছে। এই দুটি সমান্তরাল রেখা যা খুব কমই দেখা যায়।”
বিপিন রাওয়াত আরও বলেন, ‘আমার হিসেবে সহযোগিতায় জঙ্গিদের সনাক্ত বা জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও গোপন তথ্য পাওয়া যায়, তাহলে স্বাগত জানানো হবে।”
জেনারেল বিপিন রাওয়াত বলেন, ‘যখনই কোনও সমস্যা হয়, তখন আমাদের চিন্তা বেড়ে যায়। শুধু আমাদের উত্তরে থাকা প্রতিবেশীই নয়, পশ্চিমে থাকা প্রতিবেশীদের কাছে পরমাণু হাতিয়ার রয়েছে। আমরা এমন দুই প্রতিবেশী দিয়ে ঘিরে রয়েছি, যাদের কাছে কূটনৈতিক হাতিয়ার রয়েছে।”
তিনি বলেন, ‘এরজন্য আমরা লাগাতার আমাদের নীতি উন্নত করছি। আমরা আমাদের প্রতিবেশীদের অ্যাজেন্ডা বোঝার চেষ্টা করছি। আর সেই হিসেবেই আমরা আমাদের ক্ষমতাও বিকশিত করছি। আমরা অনেকটাই মজবুত আর যেকোনও শত্রুকে আমাদের সেনার মাধ্যমে কড়া জবাব দিতে সক্ষম।”
The post ভারতে যেমন মোকাবিলা করা হয়, তেমনই করা হবে! তালিবান নিয়ে কড়া বার্তা CDS রাওয়াতের first appeared on India Rag .from India Rag https://ift.tt/3zgH4T9
Bengali News