নয়া দিল্লিঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে তালিবান জঙ্গিরা ভারতীয় কোঅর্ডিনেটর Zohib-কে অপহরণ করেছে বলে জানা যাচ্ছে। কাবুলে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের কাজে লেগেছিল জোহিব। জঙ্গিরা তার ফোন পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। এছাড়াও ১৫০ জন ভারতীয় নিখোঁজ বলে জানা গিয়েছে। বলে দিই, কাবুলের নিরাপত্তার দায়িত্ব হাক্কানি নেটওয়ার্ককে দিয়েছে তালিবানরা। হাক্কানির জঙ্গিরা কাবুলের সড়ক থেকে শুরু করে বিমানবন্দরে পর্যন্ত মোতায়েন রয়েছে।
অন্যদিকে, আফগানিস্তানে বন্দুক দেখিয়ে ক্ষমতায় আসা কট্টরপন্থী ইসলামিক সংগঠনে নাম লেখালেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি আশরফ গনির (Ashraf Ghani) ভাই হশমত গনি (Hashmat Ghani)।
হশমত তালিবানকে সমর্থন করার ঘোষণা করেছেন। হশমত গনির তালিবানে যোগ দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরাল (VIral) হচ্ছে। হশমত গনি তালিবানে যোগ দেওয়ার পর আফগানিস্তানে যে কট্টরপন্থী ইসলামিক সংগঠনের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে, সেটা বলাই বাহুল্য।
প্রাপ্ত খবর অনুযায়ী, হশমত গনি রাজনীতি আর কূটনীতি নিয়ে ভালো জ্ঞান রাখেন, আর সেই কারণেই তালিবানরাও তাঁকে দলে নিতে পেরে খুশি। হশমত গনির এই দক্ষতা তালিবানের অনেক কাজ আসান করবে বলে মত বিশেষজ্ঞদের।
The post কাবুল থেকে ভারতীয়দের উদ্ধার করা কোঅর্ডিনেটরকে অপহরণ করল তালিবান, নিখোঁজ ১৫০ first appeared on India Rag .from India Rag https://ift.tt/3AZRxmp
Bengali News