-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

“প্রতিদিন কেন্দ্র সরকার আনন্দ উল্লাস করছে”- আতঙ্কবাদী মরার ঘটনায় দুঃখী হয়ে বললেন মেহেবুবা

- August 30, 2021

জম্মু কাশ্মীর থেকে ধারা ৩৭০ অপসারণের পর কাশ্মীর নিয়মিত দেশের মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে সময় কাশ্মীর থেকে ধারা ৩৭০ অপসারণ করা হয়েছিল সেই সময় কাশ্মীরের স্থানীয় রাজনৈতিক পার্টিগুলি কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধিতা করেছিল। এরমধ্যে পিডিপি থেকে শুরু করে ন্যাশনাল কনফারেন্স সামিল ছিল।

আর এখন যখন দেশের সুরক্ষাবাহিনী আ’তঙ্কবাদী সাফাইয়ের কাজে নেমেছে, তখনও কাশ্মীরের স্থানীয় রাজনৈতিক পার্টির নেতা নেত্রীদের বিরোধিতা করতে দেখা যাচ্ছে। আসলে কাশ্মীর থেকে ধারা ৩৭০ অপসারণের পর থেকে সেনাবাহিনী একশন মুডে রয়েছে। যার দরুন প্রায় প্রতিদিন আত’ঙ্কবাদী মারার ঘটনা সামনে আসে।

আগে যেখানে প্রত্যেক দ্বিতীয়দিনে কাশ্মীরে বোমা ব্লাস্টের খবর শোনা যেত, আজ সেখানে প্রতি দ্বিতীয় দিনে আ’তঙ্কবাদী মরার খবর মিলে। আর এতেই কেন্দ্র সরকারের উপর রীতিমতো ক্ষেপে উঠেছেন মেহেবুবা মুফতি। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি বলেছেন, আত’ঙ্কবাদীদের মেরে রোজ কেন্দ্র সরকার উৎসব মানাচ্ছে।

মেহেবুবা মুফতি কেন্দ্র সরকারের উপর আক্রমণ করে আরো বলেন যে পুলিশ তার পার্টির কর্মীদের জ্বালাতন করছে। কেন্দ্র সরকার সমস্ত কাশ্মীরিদের শয়তান হিসেবে দেখাচ্ছে বলেও অভিযোগ করেন মেহেবুবা মুফতি। কেন্দ্র সরকার আতঙ্কবাদীদের মরার উপর উল্লাস করছে কিন্তু পিডিপি হিংসায় বিশ্বাস করে না, বলেন মুফতি।

The post “প্রতিদিন কেন্দ্র সরকার আনন্দ উল্লাস করছে”- আতঙ্কবাদী মরার ঘটনায় দুঃখী হয়ে বললেন মেহেবুবা first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3kS2G2n
Bengali News
 

Start typing and press Enter to search