-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতে সংবিধান, ধর্মনিরপেক্ষতা আর আইন ততদিনই যতদিন হিন্দুরা সংখ্যাগুরুঃ গুজরাটের উপমুখ্যমন্ত্রী

- August 28, 2021

গান্ধীনগরঃ গুজরাটের ডেপুটি মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেলের বয়ান নিয়ে চারিদিক তোলপাড় হচ্ছে। ওনার মতে সংবিধান, ধর্মনিরপেক্ষতা আর আইন ততদিন থাকবে যতদিন দেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। উনি আরও বলেন, আমার কথা লিখে নিন, যেদিন থেকে হিন্দুদের সংখ্যা কমে যাবে, সেদিন থেকেই দেশে না কোনও আদালত থাকবে আর না আইন। কোনও গণতন্ত্র, সংবিধান থাকবে না। সব উড়ে যাবে।

গুজরাটের উপমুখ্যমন্ত্রী এই বয়ান গান্ধীনগরে ভারত মাতা মন্দিরে দিয়েছেন। ওই মন্দিরটি রাজ্যে প্রথম ভারত মাতা মন্দির হিসেবে জানা যায়। যেই সময় প্যাটেল এই বয়ান দেন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদীপ সিংহ জাদেজা এবং বিশ্বহিন্দু পরিষদ ও আরএসএসের বরিষ্ঠ নেতারা।

প্যাটেল বলেন, ‘আমাদের দেশ কিছু মানুষ সংবিধান আর ধর্মনিরপেক্ষতার কথা বলেন। কিন্তু আমি আপনাদের বলে দিই, আপনারা যদি এই ভিডিও রেকর্ড করতে চান তাহলে করুন। আমার কথা লিখে রেখে দিন। সংবিধান, ধর্মনিরপেক্ষতা আর আইনের কথা বলা মানুষরা এসব নিয়ে ততদিনই বলবেন, যতদিন এই দেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। যেদিন হিন্দুদের সংখ্যা কমে যাবে আর অন্যদের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন থেকে ধর্মনিরপেক্ষতা, লোকসভা আর সংবিধান সবকিছু হাওয়ায় উড়ে যাবে। কিছুই থাকবে না।

নিতিন প্যাটেল আরও বলেন, ‘আমি সবাইকে নিয়ে বলছি না। আমি এটা পরিষ্কার বলে দিতে চাই যে, লক্ষ লক্ষ দেশভক্ত মুসলিম রয়েছে। লক্ষ লক্ষ খ্রিস্টান দেশভক্ত রয়েছে। গুজরাট পুলিশে হাজার হাজার মুসলিম রয়েছে। ওঁরা সবাই দেশভক্ত।”

The post ভারতে সংবিধান, ধর্মনিরপেক্ষতা আর আইন ততদিনই যতদিন হিন্দুরা সংখ্যাগুরুঃ গুজরাটের উপমুখ্যমন্ত্রী first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3kAtsvE
Bengali News
 

Start typing and press Enter to search