-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বন্যার ত্রাণ বণ্টন নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের, চাপে দল ও সরকার

- August 20, 2021


মালদহঃ তৃণমূল কংগ্রেস বিধায়কের বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। মালদহের রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় জেলা প্রশাসনের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে দলকে এবং সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন। সমরবাবু বন্যার ত্রাণ বণ্টন নিয়ে উদাসীনতার অভিযোগ করেছেন।

সমরবাবু অভিযোগ করে বলেন, ‘প্রশাসনের ভূমিকা আমার ভালো লাগছে না। ওঁরা আমাকে বলছে এমন বন্যা তো কতই হয়। আমি প্রশাসনের এমন ভূমিকা আর মন্তব্যে লজ্জিত এবং দুঃখিত। মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে নজর রাখতে বলব।”

উল্লেখ্য, অবিশ্রান্ত বৃষ্টি হওয়ার জেলে মালদহের রতুয়া ব্লকের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রয়েছে। বহু মানুষ ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছেন। তাঁদের ত্রাণ বণ্টন নিয়েই বেনিয়মের অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক।

বন্যার ত্রাণ বণ্টনে বেনিয়মের অভিযোগ তুলে সমর মুখোপাধ্যায় বলেন, ‘প্রশাসনের ভূমিকা আমার কাছে ভালো ঠেকছে না। প্রশাসন আমাকে বলছে এরকম বন্যা অনেক হয়। আমি এসব শুনে খুব লজ্জিত ও দুঃখিত। মাননীয়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইব। সিপিএম আমলে একটা খুন হলে জ্যোতিবাবু বলতেন, এমন খুন অনেক হয়। আর এখন প্রশাসন সেই জ্যোতিবাবুর ভাষাতেই কথা বলছে।”

The post বন্যার ত্রাণ বণ্টন নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের, চাপে দল ও সরকার first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3z33cAc
Bengali News
 

Start typing and press Enter to search