-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আমেরিকাকে সাহায্য করায় হেলিকপ্টারে বেঁধে মার্কিন অনুবাদকে আকাশে আকাশে ওড়াল তালিবান

- August 31, 2021


নয়া দিল্লিঃ আফগানিস্তানে (Afghanistan) ২০ বছর পর ক্ষমতা দখল করা তালিবান যতই নিজেদের ‘নতুন” বলে দাবি করুক না কেন, রোজই তাঁদের নির্মম অত্যাচারের কাহিনী সামনে আসছে। মহিলা, নিরীহ আফগানিদের উপর অত্যাচার থেকে শুরু করে জঙ্গিদের সঙ্গে ওঠাবসা, সবই প্রমাণ করছে যে তালিবান তালিবানেই আছে। আর এরই মধ্যে তালিবানের নির্মম অত্যাচারের এক ভিডিও (Video) সামনে এসেছে। ভিডিওতে একটি চপারের মধ্যে এক ব্যক্তিকে ঝুলিয়ে রাখতে দেখা গিয়েছে।

আফগানিস্তানের কান্দাহারে তালিবানদের অত্যাচার সমস্ত মানবতাকে হার মানাচ্ছে। সেখানে আমেরিকার এক অনুবাদককে উড়ন্ত হেলিকপ্টারের মধ্যে বেঁধে ওড়াচ্ছে তালিবানরা। রিপোর্ট অনুযায়ী, যেই হেলিকপ্টারে ওই অনুবাদককে এমন ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, সেটি মার্কিন সেনার হেলিকপ্টার। ওই হেলিকপ্টারটি আমেরিকা আফগানিস্তানের সেনাকে দিয়েছিল।

https://twitter.com/i/broadcasts/1vOxwEXlkgoGB

তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আফগানিস্তান থেকে মার্কিন সেনার শেষ বিমান চলে যাওয়ার পর খুশি জাহির করে এই ঘটনাকে আফগানিস্তানের স্বাধীনতার সঙ্গে জুড়েছে। তাঁর মতে এবার গোটা দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে। আর কাবুল এয়ারপোর্ট থেকে শেষ মার্কিন সেনা চলে যাওয়ার পর তালিবানরা আত্মহারা আনন্দে মেতে উঠেছে।

তালিবানরা বিমানবন্দরে ঢুকে আনন্দে হাওয়ায় ফায়ারিং করতে থাকে। এমনকি তাঁরা বাজিও ফাটায়। আকাশে ফায়ার করে একের পর এক রকেট। একদিকে তালিবানরা যখন আনন্দে মাতোয়ারা। তখন অন্যদিকে আফগানরা আতঙ্কে প্রহর গোনা শুরু করে দেয়।



The post আমেরিকাকে সাহায্য করায় হেলিকপ্টারে বেঁধে মার্কিন অনুবাদকে আকাশে আকাশে ওড়াল তালিবান first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3sYAi1Y
Bengali News
 

Start typing and press Enter to search