মন্তেশ্বরঃ ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করতে গিয়ে তুমুল বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশরে স্বাধীনতা দিবসের দিনে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সেখানে তিনি জুতো পরে পতাকা তুলে তুমুল সমালোচিত হয়েছেন।
তবে শুধু জুতো পরেই না, পতাকা উত্তোলন করে বেরিয়ে আসার সময় মন্ত্রীর পায়ে ঠেকে মাটিতে পোঁতা জাতীয় পতাকা। যার কারণে আরও বিতর্কের সৃষ্টি হয়েছে। খোদ মন্ত্রীর এই আচরণ নিয়ে চারিদিকে তুমুল সমালোচনা হচ্ছে। যদিও মন্ত্রী এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হন নি।
স্থানীয়দের মতে, যেভাবে মন্ত্রীর পায়ে বারবার জাতীয় পতাকা ঠেকছিল, সেইজন্য ওনাকে সতর্ক থাকা উচিত ছিল। পাশাপাশি অনুষ্ঠানের আয়োজকদের নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয়রা জানান, মন্ত্রী যেখানে পতাকা তুলছিলেন সেখানে মাটিতে অনেক জাতীয় পতাকা পোঁতা ছিল। আর সেগুলিতেই বারবার পা ঠেকে যাচ্ছিল ওনার। কিন্তু মন্ত্রী এই দিকে নজরই দেন নি। স্থানীয়রা জানান, মন্ত্রী আর আয়োজকরা যদি একটু নজর দিতেন, তাহলে স্বাধীনতা দিবসের দিনে এভাবে জাতীয় পতাকার অবমাননা হত না।
The post পায়ে ঠেকিয়ে, জুতো পরে পতাকা তুলে স্বাধীনতা দিবসের দিনে বিতর্কে জড়ালেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3iMlMHe
Bengali News