লাগাতার বৃষ্টির দরুন পশ্চিমবঙ্গের বেশকিছু এলকায় বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা অবশ্য এর দায় কেন্দ্রের উপর চাপিয়ে দিয়েছেন। এমনকি মমতা ব্যানার্জী পর্যন্ত বলেছেন এগুলো যে ম্যান মেড বন্যা। পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতার অবস্থাও বেশ খারাপ। কলকাতার বহু এলকায় জল হাটু ছাড়িয়ে উপরে উঠেছে।
এমনও কিছু ছবি সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে, রাস্তার জল আস্ত বাসকে গিলে খেয়ে নিয়েছে। তবে কলকাতার এমন পরিস্থিতির জন্য কোনভাবেই কেন্দ্রকে দায়ী করার উপায় নেই। এমন অবস্থায় নিজেদের দোষ আড়াল করতে অন্য পন্থা অবলম্বন করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের।
তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য্য কলকাতায় জল জমা নিয়ে এক পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন এমন জল লন্ডনেও জমে, তাই কলকাতাতেও জল জমলে তা তেমন বড়ো সমস্যা নয়। দেবাংশু লন্ডনের এক খবরের স্ক্রিন শট শেয়ার করে লিখেছেন, “স্বয়ং লন্ডন যদি ভেনিস হতে পারে, লন্ডনের বোনের মাঝে মাঝে ভেনিস হতে আপত্তি নেই। আপনারা চালিয়ে যান, যেভাবে প্রতিবার বর্ষার জল জমলে চালিয়ে যান। এসব দেখলে এখন মানুষ খিল্লি করে।”
দেবাংশু আরো লিখেন, “লন্ডনও বর্ষাকালে ভেনিশ হয়ে যায়। কারণ টেমসের ধারের লন্ডন, আরে গঙ্গার ধারের কলকাতা, ভৌগলিক অবস্থান হুবহু এক। হুবহু এক ঢালু জমির আকৃতি। প্রশ্ন হলো জল নামে কদিনে? বামেদের সময় ন্যূনতম বৃষ্টির জন্য যেতে ৫ দিন লাগত। আজ 5 ঘন্টা লাগে। অতি ভারী বৃষ্টি, কোটাল বা জোয়ার একসঙ্গে এলে ব্যতিক্রমী ক্ষেত্রে সেটা আধাবেলা হয়.. কারণ আগে পাম্পগুলো চলত না। আজ নিপুণভাবে চালানো হয়।”
The post বর্ষায় লন্ডনেও জল জমে, কলকাতাতে জল জমলে অসুবিধা কোথায়: দেবাংশু ভট্টাচার্য্য first appeared on India Rag .from India Rag https://ift.tt/3rTjAAt
Bengali News