কলকাতাঃ একুশের বিধানসভা নির্বাচন জয়ের পর এবার তৃণমূলের (tmc) টার্গেট ২৪-র লোকসভা নির্বাচন। সেইমত গোটা ভারতে সবুজ আভা ছড়িয়ে দেওয়ার কাজ চলছে দ্রুতগতিতে। ২১ শে জুলাই একটা বড় পদক্ষেপ নিতে চলেছে সবুজ শিবির। বাংলা ছাড়াও বেশকিছু রাজ্যে চালানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভাষণ।
একদিকে তৃণমূল এগিয়ে গেলেও, অন্যদিকে চুপ করে বসে নেই বিজেপিও। তৃণমূল যেমন বিজেপি বিরোধী শক্তিগুলোকে এক করতে চাইছে, এবার শাসকদলকে মাত দিতে আসরে নামছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। টার্গেট বাংলাতেও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা NDA দল তৈরি করা।
বর্তমান সময়ে বিহারের ক্ষমতায় রয়েছে NDA জোট। এই জোটের অন্যতম শরিক হিন্দুস্তানি আওয়াম মোর্চার (HAM) অন্যতম শীর্ষ নেতৃত্ব জিতনপুত্র সন্তোষ সুমনের সঙ্গে কিছুদিন আগেই কলকাতায় দীর্ঘ বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। তবে তাঁদের মধ্যে তৃণমূল বিরোধী যে আলোচনা চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি জানা গিয়েছে, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকেও চিঠি দিয়েছে ‘হাম’।
সূত্র মারফত জানা গিয়েছে, অগাস্টেই CESC ঘেরাও অভিযানে বিজেপির সঙ্গে এই কর্মসূচীতে থাকতে পারে হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM)। জিতনরাম মাঝি নিজে সেখানে উপস্থিত হয়ে ধর্নায় বসবেন বলেও জানা গিয়েছে।
The post মমতার বিরুদ্ধে নয়া কৌশল শুভেন্দুর, বাংলায় NDA জোট গড়তে তৎপর হলেন বিরোধী দলনেতা first appeared on India Rag .from India Rag https://ift.tt/3y1KTuZ
Bengali News