-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

NASA ইন্টার্নের টেবিলে দেব দেবীর মূর্তি! ছবি দেখে তেলে বেগুনে জ্বলে উঠল হিন্দু বিরোধীরা

- July 13, 2021


NASA কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ইন্টার্নশিপ প্রসঙ্গে এক টুইট করেছিল। যা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। আসলে নাসা তাদের এক প্রোগ্রাম Fall NASA ইন্টার্নশিপের আবেদন আমন্ত্রন জানানোর জন্য টুইট করেছিল। NASA তাদের টুইটে যাদের ছবি পোস্ট করেছিল তার মধ্যে প্রতিমা রায় বলে এক ভারতীয়র ছবিও ছিল।

প্রতিমা রায়ের যে ছবি NASA শেয়ার করেছিল সেখানে প্রতিমা রায়ের পেছনে হিন্দু দেবদেবীর ছবি ছিল। আর এই নিয়েই শুরু বিতর্ক। NASA এর টুইটে প্রতিমা রায়ের এমন ছবি দেখে বিশ্বজুড়ে থাকা হিন্দু বিরোধীদের পেটে ব্যথা শুরু হয়ে যায়। কট্টরপন্থীদের যে মন্তব্য দেখা যায় তাতে হিন্দু বিদ্বেষী ঘৃণার বন্যা বয়ে যায়।

প্রতিমা রায়ের ছবির উপর মন্তব্য করতে গিয়ে কেউ বলেন বিজ্ঞানের অপমান। নিজেকে অধ্যাপক বলে দাবি করা অশোক সুইং বলেন, “হিন্দু ছেলে মেয়েদের দেব দেবীর সাথে এত প্রেম কেন? দেব দেবীকে ছাড়া এরা কি কিছুই করতে পারে না? স্বঘোষিত বুদ্ধিজীবীরা এই ছবিকে কেন্দ্র করে NASA এর উপর আক্রমণ শুরু করে।

অবশ্য নেটিজনদেরকে হিন্দু ঘৃণার বিরুদ্ধে জমিয়ে লড়তে দেখা গেছে। এক ইউজার লিখেছেন, “যারা হিন্দু দেব দেবী নিয়ে বিরূপ মন্তব্য করছেন তারা কি প্রতিমা রায়ের স্থানে পৌঁছাতে পারবেন?” আরেক ইউজার লিখেছেন, স্বঘোষিত বুদ্ধিজীবীদের এত বুদ্ধি যে সেটা হাঁটুর নীচে রাখতে হয়।

The post NASA ইন্টার্নের টেবিলে দেব দেবীর মূর্তি! ছবি দেখে তেলে বেগুনে জ্বলে উঠল হিন্দু বিরোধীরা first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3yLSr4K
Bengali News
 

Start typing and press Enter to search