লখনউঃ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বকরি ঈদে কড়া নিয়ম পালন করার আদেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন যে, ২১ জুলাই সার্বজনীন স্থলে কুরবানি বরদাস্ত করা হবে না। পাশাপাশি কোনও জায়গায় ৫০-এর বেশী মানুষ একত্রিত হওয়া যাবে না।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, পুলিশের সঙ্গে জেলা প্রশাসনিক আধিকারিরা যেন এটা দেখেন যে, বকরি ঈদে গবাদি পশু, উট এবং নিষিদ্ধ পশুর যেন কুরবানি না হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে, বাছাই করা স্থান আর ব্যক্তিগত জায়গায় যেন কুরবানি দেওয়া হয়। এর বাইরে যেন কুরবানি না হয়। উত্তর প্রদেশে গরু-বাছুর, উটের কুরবানি সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। উল্লেখ্য, রাজ্যে কোথাও এই আইন অমান্য হলে অভিযুক্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার চেয়ারম্যান তথা ইমাম ইদগাহ মৌলানা খালিদ রাশিদ ফিরিঙ্গি মুসলিমদের আবেদন করে বলেছেন যে, কুরবানির ছবি আর ভিডিও যেন সোশ্যাল মিডিয়ায় না ছাড়া হয়। তিনি আবেদন করে জানিয়েছেন যে, রাস্তাঘাট, অলিগলি অথবা সার্বজনীন স্থলে যেন কুরবানি না করা হয়। তিনি জানান, করোনার কারণে মানুষকে সচেতন থাকতে হবে, আমাদের এটা দেখতে হবে যে, কোনও কারণেই যেন এই মারণ সংক্রমণ যেন না ছড়িয়ে পড়ে।
তিনি মুসলিমদের কাছে আবেদন করে বলেছেন যে, মসজিদে যত জনের প্রবেশে ছাড় রয়েছে, তত জনই যেন ঢুকে নামাজ পড়ে। এর থেকে একজন বেশীও যেন না যায়। তিনি জানান, উৎসবে সরকারি আইন আমাদের সবার মেনে চলা উচিৎ।
The post ৫০ জনের বেশী জমায়েত আর কুরবানিতে নিষেধাজ্ঞা, যোগীরাজ্যে ফরমান জারি বকরি ঈদে first appeared on India Rag .from India Rag https://ift.tt/2VPA8NQ
Bengali News