প্রকৃতি যখন ভয়ানক রূপ ধারণ করে তখন বড়ো বড়ো বৈজ্ঞানিক আবিষ্কারও দুর্যোগের সামনে ছোটো মনে হয়। আর এমনই পরিস্থিতি উৎপন্ন হয়েছে মধ্যে চীনের হেনান প্রান্তে। মুষলধারে বৃষ্টির কারণে উক্ত এলকায় আসা বন্যা বিনাশকারী রূপ নিয়েছে। আচমকা বন্যা আসার কারণে এলাকার সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। শপিং মল, মেট্রো ট্রেন, বিভিন্ন কার্যালয় একেবারে জলের তলায় পৌঁছেছে।
জানিয়ে দি, চীন টেকনোলজির দিক থেকে বেশ উন্নত। প্রাকৃতিক বিপর্যয় আটকানোর জন্য চীনের কাছে মূল্যবান বৈজ্ঞানিক সরঞ্জামাদির পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত টিম রয়েছে। তবে বন্যার দরুন মধ্যে চীনে যে প্রলয় নেমে এসেছে তা প্রতিরোধ করতে পূর্ন ব্যার্থ জিনপিং সরকার। বিশেষজ্ঞদের মতে ১০০০ বছরে চীনে এমন বন্যা কখনো আসেনি।
বন্যার কবলে ফেঁসে যাওয়া লোকজন এখন ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের অবস্থা ব্যাক্ত করছেন। সোশ্যাল মিডিয়ায় চীনের বেশকিছু ভয়ানক ভিডিও ভাইরাল হয়েছে, যা সাধারণ মানুষের মনকে ব্যথিত করছে।
The videos shared on Chinese social media about the floodings in Henan following the heavy rain really show the severity of the situation. These are some of them. pic.twitter.com/zZMKxvAGAX
— Manya Koetse (@manyapan) July 20, 2021
https://platform.twitter.com/widgets.js
সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে চীনের মেট্রো স্টেশনের মধ্যে জলের প্লাবন লক্ষ করা যাচ্ছে। আরো এক ভিডিওতে সাবওয়েতে ফেঁসে থাকা লোকজনের ভিডিও দেখা যাচ্ছে।
This video was shared on Weibo earlier tonight. pic.twitter.com/uPKVQZqWZz
— Manya Koetse (@manyapan) July 20, 2021
https://platform.twitter.com/widgets.js
শুধু এই নয়, এক ভিডিওতে বেশকিছু চার চাকা গাড়িকে বন্যার জলে ভাসতে দেখা যাচ্ছে। আরেক স্থানে মলের মধ্যে ফেঁসে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে মধ্যে চীনের পরিস্থিতি বেশ উদ্বেগজনক।
The post এক হাজার বছরের সবথেকে ভয়ানক বন্যা চীনে! ভেসে যাচ্ছে একের পর এক বাড়িঘর first appeared on India Rag .from India Rag https://ift.tt/3kX7Ew2
Bengali News