-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

শাসক দলের সাংসদের উপর আয়কর বিভাগের কোপ, প্রকাশ্যে ৩০০ কোটি টাকার কর চুরির মামলা

- July 09, 2021

হায়দ্রাবাদঃ অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির (Jagan Mohan Reddy) ঘনিষ্ঠ সাংসদ অযোধ্যা রামি রেড্ডি (Ayodhya Rami Reddy) আয়কর নিয়ে জালিয়াতির মামলায় অভিযুক্ত হয়েছে। আয়কর বিভাগ ওনাকে ৩০০ কোটি টাকার ট্যাক্স মেটানোর নির্দেশ দিয়েছে। সুত্র অনুযায়ী, ইনকাম ট্যাক্স বিভাগ রামকি গ্রুপে (Ramky Group) তল্লাশি চালিয়ে ৩০০ কোটি টাকার ট্যাক্স চুরি ধরেছিল। গ্রুপের চেয়ারম্যান অযোধ্যা রামি রেড্ডি জগনমোহন রেড্ডির পার্টির রাজ্যসভার সাংসদ।

আয়কর বিভাগ ৬ জুলাই গ্রুপের ১৫টি দফতরে তল্লাশি চালায়। সেই তল্লাশিতে অনেক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে যে, রামকি গ্রুপ অনেক লেনদেন এমন করেছিল যার কোনও হিসেব ছিল না। এমনকি ওই গ্রুপ নিজের অংশীদারি সিঙ্গাপুরের একটি কোম্পানিকে বিক্রি করে দিয়ে ব্যাপক মুনাফা কামিয়েছে।

আয়কর বিভাগ তদন্তে এটাও জানতে পেরেছে যে, ওই গ্রুপ কর ফাঁকি দিতে অনেক নতুন স্কিম শুরু করেছে। পাশাপাশি বিপুল পরিমাণে শেয়ার ক্রয়-বিক্রয় হয়েছে। তল্লাশিতে যেই নথি মিলেছে, সেগুলো থেকে জানা যায় যে ওই কোম্পানি ১২০০ কোটি টাকার ভুয়ো ক্ষতি দেখিয়েছে। আয়কর বিভাগ জানিয়েছে যে, ২২৮ কোটি টাকার একটি ঋণে অবৈধ ভাবে ক্লেম করা হয়েছে।

আয়কর বিভাগ একটি বয়ান জারি করে বলেছে, তল্লাশিতে উদ্ধার করা গুরুত্বপূর্ণ নথিগুলিকে তদন্ত করা হবে। আয়কর বিভাগের এই তল্লাশির পর রামকি গ্রুপ ৩০০ কোটি টাকার কর ফাঁকির কথা স্বীকার করেছে। কোম্পানি জানিয়েছে যে, তাঁরা সেই টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রস্তুত।

যদিও এটা প্রথমবার না যে রামকি গ্রুপের চেয়ারম্যান অযোধ্যা রামি রেড্ডির বিরুদ্ধে এমন অভিযোগ উঠল। এর আগেও ED তাঁদের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল।

The post শাসক দলের সাংসদের উপর আয়কর বিভাগের কোপ, প্রকাশ্যে ৩০০ কোটি টাকার কর চুরির মামলা first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3xvWwdj
Bengali News
 

Start typing and press Enter to search