-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মোদীর বারাণসীতে বদলে গেল স্টেশনের নাম, সাইনবোর্ডে স্থান পেল সংস্কৃত ভাষা

- July 17, 2021

বারাণসীঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ১৫ জুলাই নিজের সংসদীয় এলাকা বারাণসীর সফরে যান। প্রধানমন্ত্রীর সেই সফরের আগেই কাশীর মানুষ একটি অন্যন্য উপহার পান। গত বুধবার বারাণসীকে রেলের তরফ থেকে বড় উপহার দেওয়া হয়। সেখানকার মান্ডুয়াডিহ রেল স্টেশনের (manduadih railway station) নাম বদলে ‘বনারস” (Banaras Railway Station) রাখা হয়েছে।

স্টেশনে মান্ডুয়াডিহ-র বদলে এখন বনারস নামের বোর্ড থাকবে। নতুন বোর্ডে হিন্দি, সংস্কৃত, ইংরেজি আর উর্দুতে বনারস লেখা হয়েছে। স্টেশনের টিকিটেও নাম বদলে বনারস লেখা হয়েছে।

দীর্ঘদিন ধরেই মান্ডুয়াডিহ স্টেশনের নাম বদলে বনারস করার দাবি উঠছিল। গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উত্তর প্রদেশের মান্ডুয়াডিহ রেলওয়ে স্টেশনের নাম বদলে বনারস করার অনুমতি দেয়। স্টেশনের নাম বদলানো নিয়ে সরকার বিভিন্ন পর্যায়ে কাজ করেছে। রেলওয়ে বোর্ডের থেকে স্বীকৃতি পাওয়ার পর মান্ডুয়াডিহ স্টেশনের নাম বদলে বনারস করার প্রক্রিয়া শুরু হয়। এমনকি স্টেশনের কোডও বদলে ফেলা হয়েছে।

উল্লেখ্য, বারাণসীতে এতদিন পর্যন্ত ‘বনারস” নামের কোনও স্টেশনই ছিল না। তবে কাশী আর বারাণসী সিটি নামের তিনটি স্টেশন রয়েছে। এরপর এবার বনারস নামের স্টেশনের দাবিও পূর্ণ হল।

এর আগে উত্তর প্রদেশের মুঘলসরাই রেলওয়ে স্টেশনের নাম বদলে দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন করা হয়েছিল। এরপর এখন বারাণসীর মান্ডুয়াডিহ রেলওয়ে স্টেশনের নাম বদলে বনারস করা হয়েছে।

The post মোদীর বারাণসীতে বদলে গেল স্টেশনের নাম, সাইনবোর্ডে স্থান পেল সংস্কৃত ভাষা first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3rhmXB4
Bengali News
 

Start typing and press Enter to search