-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মামলা চলাকালীনই কাশী বিশ্বনাথ মন্দিরকে জমি দিতে প্রস্তুত জ্ঞানবাপি মসজিদ

- July 23, 2021

বারাণসীঃ কাশী বিশ্বনাথ মন্দির আর জ্ঞানবাপি মসজিদ বিবাদের  Kashi Vishwanath Mandir- Gyanvapi Masjid Case) মধ্যেই একটি বড় খবর সামনে আসছে। শ্রাবণ মাসের অনুষ্ঠানের আগে মুসলিম পক্ষ হিন্দু পক্ষকে বড়সড় একটি উপহার দিয়েছে। মুসলিম পক্ষ মন্দির প্রশাসনকে জ্ঞানবাপি মসজিদের পাশের জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তের পর এবার কাশী বিশ্বনাথ করিডরের জন্য ১ হাজার ৭০০ ফুট জমি পাওয়া যাবে। এর বদলে মন্দির প্রশাসনও মুসলিম পক্ষকে ১ হাজার ফুট জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলে রাখি, বর্তমানে বারাণসী আদালতে জ্ঞানবাপি মসজিদ নিয়ে মামলা চলছে।

এই মসজিদটি দীর্ঘদিন ধরেই বিতর্কের মধ্যে রয়েছে। হিন্দু পক্ষের মতে কাশী বিস্বনাথ মন্দিরটিকে ঔরঙ্গজেব ১৬৬৪ সালে ধ্বংস করে দিয়েছিল। এরপর মন্দিরের ধ্বংসাবশেষের উপরই সে মসজিদের নির্মাণ করে। ১৯৯১ সালে বারাণসী সিভিল কোর্টে স্বয়ংভু জ্যোতির্লিঙ্গ ভগবান বিশ্বেশ্বরের তরফ থেকে জ্ঞানবাপি মসজিদের পুজো করার আনুমতি চেয়ে মামলা দায়ের করা হয়েছিল।

১৯৯১ সালে ওই মামলা দায়ের হওয়ার পর থেকেই জ্ঞানবাপি মসজিদ নিয়ে বিতর্ক শুরু হয়। ওই মামলা তিনজন পুরোহিত মিলে করেছিলেন। এরপর ২০১৯ সালে আইনজীবী বিজয় শঙ্কর রস্তোগি সিভিল কোর্টে আবেদন করেছিলেন। উনি আবেদন করে জানিয়েছিলেন যে, মসজিদটির পরীক্ষণ করা হোক, যাতে প্রকৃত সত্য সবার সামনে আসে।

The post মামলা চলাকালীনই কাশী বিশ্বনাথ মন্দিরকে জমি দিতে প্রস্তুত জ্ঞানবাপি মসজিদ first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3zyktkP
Bengali News
 

Start typing and press Enter to search