পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর এবার বড়ো বড়ো স্বপ্ন দেখা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে মমতা ব্যানার্জী জয়লাভ করে আসতে পারেনি ঠিকই, তা সত্ত্বেও মমতা ব্যানার্জীকে প্রধানমন্ত্রী পদে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছে তৃণমূল সমর্থকরা। মমতা ব্যানার্জীর সমর্থকদের এই ব্যাকুলতা স্পষ্ট প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়া।
বেশকিছু ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমন করার পাশাপাশি এখন #বেঙ্গলিপ্রাইমমিনিস্টার ট্রেন্ড চালাতেও লেগে পড়েছে তৃণমূল কংগ্রেস সর্মথকরা। তবে শুধু সাধারণ সমর্থকরা নন, তৃণমূলের বড়ো বড়ো নেতারাও মমতা ব্যানার্জীকে প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছেন।
সোমবার দিন এরই প্রমান দিলেন বারসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। বারসাতের এক অনুষ্ঠান থেকে মমতা ব্যানার্জীকে প্রধানমন্ত্রী করার খোলাখুলি ডাক দেন চিরঞ্জিত চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেন, মমতা ব্যানার্জী একজন মহান নেত্রী, উনাকেই প্রধানমন্ত্রী পদে বসাতে হবে।
মমতা ব্যানার্জীকে উপযুক্ত ও শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলেও প্রশংসা করেন চিরঞ্জিত চক্রবর্তী। সোনার ভারতবর্ষ পেতে হলে পুরো দেশজুড়ে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী প্রকল্প লাগু করতে হবে বলে মন্তব্য করেন চিরঞ্জিত। দেশজুড়ে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি চরমে পৌঁছেছে, মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী হলে দাম কমে যাবে- বলেন তৃণমূল বিধায়ক। চিরঞ্জিত আরো বলেন, মমতা ব্যানার্জী যাতে দেশের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হন তার জন্য চেষ্টা করতে হবে সকলকে।
প্রসঙ্গত, ‘মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী হলে পেট্রোল ডিজেলের দাম কমবে’ চিরঞ্জিতের এই মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল তৈরি হয়েছে। নেটিজনরা রীতিমতো চিরঞ্জিতের মন্তব্যের বিরোধিতা শুরু করেছেন।
The post মমতা ব্যানার্জীকে প্রধানমন্ত্রী করতে হবে, তাহলেই পেট্রোল-ডিজেলের দাম কমবে: চিরঞ্জিত চক্রবর্তী first appeared on India Rag .from India Rag https://ift.tt/2SRIIuw
Bengali News