-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

টাটাকে ফেরাতে চাই তৃণমূল সরকার! ১৩ বছর আগের ঘটনা মনে করিয়ে দিল নেটিজনরা

- July 19, 2021


মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আন্দোলনের জেরে সিঙ্গুর ছাড়তে হয়েছিল টাটাকে। অন্যদিকে গুজরাট সরকার টাটাকে আমন্ত্রণ জানিয়ে সানন্দে দিয়েছিল জমি। রাজ্যের জন্য লজ্জাজনক এই ঘটনাকে নিয়ে বার বার গর্ববোধ করতে দেখা গেছে তৃণমূল। তবে এখন হটাৎ রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গলায় উঠল অন্য সুর।

TATA কে স্বাগত জানিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, যদি তারা রাজ্যে বড়ো ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে কোনো অসুবিধা হবে না। একই সাথে পার্থ বলেন, টাটা আমাদের শত্রু নয় আর ওদের বিরুদ্ধে আমাদের লড়াই কোনোদিন ছিল না। বাম আমলে যেভাবে জমি অধিগ্রহণ করা হচ্ছিল তা নিয়ে আমাদের সমস্যা ছিল।

তবে ১৩ বছর পর তৃণমূল নিজের দোষকে এইভাবে গা ঝেড়ে ফেলতে চাইলেও নেটিজনরা মনে করিয়ে দিয়েছেন পুরানো ইতিহাস। অতুন নামের এক ইউজার লিখেছেন, ” ১৩ বছর আগে ভাবা দরকার ছিল। বাংলার মসনদে বসার জন্য রতন টাটার মতো একজন ভদ্র ও হৃদয় কাঙ্ক্ষি মানুকে অপমান। লজ্জা হ ওয়া দরকার, রতন স্যার আপনি বাংলার নর্দমায় প্রবেশ করবেন না এই অনুরোধ করি।”

তারাপদ মন্ডল লিখেছেন, “শিল্পের পরিকাঠামো ও শিল্প বান্ধবের অনুকূল পরিবেশটাই সি পি এম আর তৃণমূল উভয়েই নস‍্যাৎ করে দিয়েছে। তাই এখন নিজেদের ভুল বুঝতে পেরে গা ঝাড়া দিয়ে আসরে নেমে পড়েছে। কিন্তু দুর্নীতি,আইন ও শৃংখলার ক্রম অবনতি ,কাটমানি,দাদাগিরি,পাইয়ে দেওয়ার রাজনীতি যথারীতি বিরাজমান। তাই বাংলায় পট পরিবর্তন না হওয়া পযর্ন্ত টাটা গোষ্ঠীকে ততদিন অপেক্ষা করাই উচিত।”

অমূল্য দাস লিখেছেন, “অতএব মমতা ব্যানার্জি এখানে নিজের ভুলটা স্বীকার করছে না যে তিনি ভুল করেছেন তাকে খেদিয়ে এখন ১৩ বছর বাদে তাকে নিয়ে আসার জন্য মরিয়া হয়ে পড়েছে তিনি ১৩ বছরের কত বড় একটা ভুল করেছেন পশ্চিমবঙ্গ যুবকের কাজ দেয়ার নাম করে চপ শিল্প চলছে এখন বর্তমানে।”

The post টাটাকে ফেরাতে চাই তৃণমূল সরকার! ১৩ বছর আগের ঘটনা মনে করিয়ে দিল নেটিজনরা first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3kGP5fP
Bengali News
 

Start typing and press Enter to search