-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

“মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী হলে তেলের দাম কমবে”- চিরঞ্জিতের মন্তব্যকে নিয়ে হাসি ঠাট্টা সোশ্যাল মিডিয়ায়

- July 06, 2021


পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর এবার বড়ো টার্গেট নিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ভারতের প্রধানমন্ত্রী পদে বসানোর জন্য ভরপুর প্রয়াসে লেগে পড়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। ছোটো সমর্থক থেকে শুরু করে তৃণমূলের বড়ো নেতারা মমতা ব্যানার্জীকে প্রধানমন্ত্রী করার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে।

এই পরিপ্রেক্ষিতে বারসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেছেন, মমতা ব্যানার্জী মহান এবং শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জী যাতে প্রধানমন্ত্রী হন তার জন্য চেষ্টা করা আমাদের সকলের উচিত। শুধু এই নয় চিরঞ্জিত চক্রবর্তী আরো বলেছেন, মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী হলে দেশে পেট্রোল ডিজেলের দাম কমে যাবে।

অবশ্য চিরঞ্জিত চক্রবর্তীর এই মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনদের একাংশ হাসি ঠাট্টা শুরু করেছেন। অশোক মন্ডল নামের এক সোশ্যাল মিডিয়ায় ইউজার লিখেছেন, “দিদি পধান মন্ত্রী হলে নদীর জলে থেকে তেল তৈরি হবে।” দিলীপ বিশ্বাস চিরঞ্জিতকে কটাক্ষ করে লিখেছেন, “20 টাকার পাউচটা বেশী পরিমানে লিভারে যাওয়াতে এই সমস্যা হয়েছে।”

সুশান্ত সর্দার লিখেছেন, “মনে হচ্ছে চিরঞ্জিত দা কসবার ভুয়ো ভ্যাকসিন নিয়ে ফেলেছে এইটা তারই প্রতিক্রিয়া মনে হয়। সোমনাথ প্রামানিক লিখেছেন, “মুখ্যমন্ত্রী তো করেছেন তাহলে রাজ্য সরকার যে ট্যাক্স টা নেয় পেট্রোল আর ডিজেল থেকে সেটা না নিলেই তো দাম কম হওয়া যাবে তারপর না হয় প্রধানমন্ত্রী করবেন।”

তন্ময় মন্ডল লিখেছেন, “মুখ্যমন্ত্রী বানালাম, আগে বেকারদের চাকরি বাকরি দিক, রাজ্যের বিদ্যুতের বিল কমাক আর হ্যাঁ অন্তত কেন্দ্রের পাঠানো ভ্যাক্সিন চুরি না করে আসল ভ্যাক্সিন দিক তারপর না হয় ভেবে দেখব।”

সুহৃদ মুখার্জী লিখেছেন, “দশ বছর আগে মুখ্যমন্ত্রী করা হয়েছে তাতে দেখা গেছে দেশের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুতের বিল আমাদের দিতে হয় শুধু বেশি নয় কোনো কোনো রাজ্যের দ্বিগুণ বা তিন গুণ দিতে হয় কেন? যদি একটু ব্যাখ্যা করে বলেন।” বিনয় পাল লিখেছেন, “দিদি প্রধানমন্ত্রী হোক।শুধু পশ্চিমবঙ্গবাসী কেন জ্বলে মরবে?পুরো দেশবাসীই জ্বলুক।”

The post “মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী হলে তেলের দাম কমবে”- চিরঞ্জিতের মন্তব্যকে নিয়ে হাসি ঠাট্টা সোশ্যাল মিডিয়ায় first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3hk1jsx
Bengali News
 

Start typing and press Enter to search