লখনউঃ উত্তর প্রদেশ সরকারে একমাত্র মুসলিম মন্ত্রী মহসিন রাজা যোগী সরকারের নতুন জনসংখ্যা নীতি নিয়ে বলেন, ‘রাজ্যে জনসংখ্যা নীতি লাগু হওয়া খুব দরকার। আমাদের সরকার এই বিষয়ে মানুষের রায় নেবে। এরপর আমরা আইন লাগু করব।”
মহসিন রাজা বলেন, আমরা মুসলিমদের টুপি থেকে টাইয়ের দিকে নিয়ে যেতে চাই। কিন্তু বিরোধীরা চায় তাঁরা সবসময় পিছনে পড়ে থাকুক। ওঁরা চায় মুসলিমরা তাঁদের বাড়ির সামনে ফেরি করুক, ঠেলাগাড়ি নিয়ে ঘুরুক, সাইকের দোকানে কাজ করুক আর সাইকেলের লিক সারাক। মুসলিমদের এই অবস্থা ওরাই করেছে। এর আগে কংগ্রেস মুসলিমদের সঙ্গে যা করত, এখন সমাজবাদী পার্টি তাই করে। এদের উদ্দেশ্য মুসলিমদের পিছিয়ে রাখা হতে পারে, আমাদের উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ। আর এই নিয়েই যোগী সরকার কাজ করছে।”
মহসিন রাজা আরও বলেন, ‘জনসংখ্যার বৃদ্ধি সবার চিন্তার বিষয়। আমরা ৮ ভাই-বোন। কিন্তু আজকের দিনে কি আমরা ৮ সন্তানের জন্ম দিতে পারব? না সেটা সম্ভব হবে না। কারণ আমরা তাঁদের উচ্চ শিক্ষা দিতে পারব না। ওঁরা শুধু নিজের স্বার্থে রাজনীতি করছে। ওদের এই ঘৃণ্য রাজনীতি রাজ্যের মানুষ বুঝে গিয়েছে। আগামী দিনে ওদের মনমানি আর চলবে না।”
মহসিন রাজা আরও বলেন, ‘দুই সন্তান হলে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানাতে পারব। কিন্তু ৮ সন্তান হলে সাইকেলের দোকালে লিক সারাবে, মজদুরি করবে। আমরা কোনও ধর্মকে নিশানা করছি না। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছি।”
The post জনসংখ্যা নীতিকে সমর্থন যোগীর একমাত্র মুসলিম মন্ত্রীর, বললেন ৮ সন্তান হলে পাংচার সারাবে শুধু first appeared on India Rag .from India Rag https://ift.tt/3yI3tYL
Bengali News