-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ধর্মীয় পরিচয় উল্লেখ করে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা! সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

- July 22, 2021


পশ্চিমবঙ্গে ধর্মীয় বিভাজন কোনো নতুন ঘটনা নয়। প্রায় সময়ই, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ভাতা দেওয়ার পাশাপাশি অতিরিক্ত সু্যোগ সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে। সংখ্যালঘু ছেলেমেয়েদের অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান ইত্যাদি অভিযোগ যদিবা ধামাচাপা দেওয়া হতো প্রশাসনের তরফে, কিন্তু গোল বাঁধলো উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের ঘোষণার ধরন দেখে। এবছর প্রথম দশের তালিকায় রয়েছে ৮৬ জন। এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছে মুর্শিদাবাদের কান্দির রাজা মনীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী রুমানা সুলতানা। তার প্রাপ্ত নম্বর ৪৯৯।

এ পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও সর্বোচ্চ নম্বর প্রাপকদের তালিকা ঘোষণা করার সময় মুর্শিদাবাদের যে মেয়েটি সর্বোচ্চ নম্বর পেয়েছে তার ধর্মীয় পরিচয় বারবার আলাদা করে উল্লেখ করা হয়। মেয়েটি মুসলিম এবং মুসলিম সম্প্রদায় থেকে সে এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছে এই বার্তা বার বার ঘোষণা করা হয়েছে, যা নিয়ে শোরগোল বেঁধেছে নেট পাড়ায়।

ফলস্বরূপ রাজ্যবাসীর কাছে মুসলিম তোষণের দিকটি স্পষ্ট হয়ে উঠেছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ধেয়ে এসেছে বিরূপ মন্তব্য। কলকাতা পৌরসভার প্রাক্তন director-general দীপঙ্কর সিংহ বলেছেন,” ধর্মীয় পরিচিতির ভিত্তিতে উচ্চ মাধ্যমিক ফল ঘোষণা করে ধর্মীয় ফ্যাসিবাদের পরিপূরক ভূমিকা নিচ্ছেন। ধিক্কার জানাই আপনাদের।”

উৎপল কুমার সরকার নামের একজন লিখেছেন,” এটাই এখন ক্ষমতায় টিকে থাকার একমাত্র অস্ত্র। ধন্যবাদ আপনাকে সত্য তুলে ধরার জন্য।” অন্যদিকে, বিজেপির রাজ্য প্রচার শাখার প্রধান সপ্তর্ষি চৌধুরী টুইটারে টুইট বার্তায় লিখেছেন, “ভাগ্যিস বেগম রোকেয়া বাঙ্গালী ছিলেন। কোনো সরকার যে এইভাবে ধর্ম উল্লেখ করে ফল ঘোষণা করে জানা ছিল না।#এগিয়ে বাংলা।”

দীপঙ্কর সিংহ আরেকটি পোস্টে লিখেছেন, “উচ্চমাধ্যমিকে যে বাঙালি কিশোরী ৪৯৯ পেয়ে প্রথম হয়েছে তার ধর্মীয় পরিচয় বলছে সংসদ সভাপতি ও চ্যানেলগুলি। এদের লজ্জা থাকলে বাঙালি জাতির কাছে ক্ষমা চাক।”

https://platform.twitter.com/widgets.js

একটি পোস্ট করে গোপাল চ্যাটার্জী লিখেছেন, দিনদিন সাংবাদিকতায় এত নতুন শব্দ শুনছি মনে হচ্ছে এবার পেশা ছেড়ে পালিয়ে যেতে হবে। উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের পর সভাপতির বক্তব্য একটি সংবাদ মাধ্যমের হেডলাইন হিসেবে দেখানো হচ্ছে। “এবার এক মুসলমান কন্যা সর্বোচ্চ নম্বর পেয়েছেন…।

The post ধর্মীয় পরিচয় উল্লেখ করে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা! সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায় first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3eM8R5K
Bengali News
 

Start typing and press Enter to search