বাংলা হান্ট ডেস্কঃ মোদী ক্যাবিনেটে বুধবার সবথেকে বড় বিস্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী টিমে ৪৩টি নতুন মুখকে জায়গা দেওয়া হয়েছে। কে কোন মন্ত্রালয় পেলেন, সেটাই সবথেকে বড় প্রশ্ন। প্রাপ্ত খবর অনুযায়ী, মনসুখ মান্ডবিয়াকে স্বাস্থ্য আর রাসায়নিক উর্বরক মন্ত্রালয় দেওয়া হয়েছে।
অন্যদিকে স্মৃতি ইরানিকে মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে স্মৃতি ইরানির কাছে মাত্র একটিই মন্ত্রালয় থাকবে। এছাড়াও পীযূষ গোয়েলকে টেক্সটাইল মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।
অশ্বিনী বৈষ্ণবকে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগমন্ত্রী বানানো হয়েছে। এছাড়াও ওনার কাঁধে রেলওয়ে মন্ত্রকের দায়িত্বও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবথেকে বিশেষ মন্ত্রালয় ‘রেলওয়ে”র দায়িত্ব এখন ওনার কাঁধে।
মোদী ক্যাবিনেটে যুক্ত হওয়া ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষা মন্ত্রালয় এবং কৌশল বিকাশ মন্ত্রালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নাগরিক উড্ডয়ন বিভাগের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে।
নয়া দিল্লী থেকে বিজেপির সাংসদ মীনাক্ষী লেখীকেও বড় দায়িত্ব দেওয়া হয়েছে। ওনাকে বিদেশ প্রতিমন্ত্রী বানানো হয়েছে। পাশাপাশি ওনাকে সংস্কৃতি মন্ত্রালয়ও দেওয়া হয়েছে।
The post পীযূষ গোয়েল, স্মৃতি ইরানিকে সরানো হল গুরুত্বপূর্ণ মন্ত্রক থেকে! জানুন কাকে কোন মন্ত্রিত্ব দেওয়া হল first appeared on India Rag .from India Rag https://ift.tt/3yyTODW
Bengali News