আম-আদমি পার্টির ড্রামা এখন নিত্য ঘটনায় পরিণত হয়েছে। দিল্লীর কেজরিওয়াল সরকার নতুন হাসপাতাল, অক্সিজেন প্ল্যান্ট, কলেজ নির্মাণের প্রতিটি প্রতিশ্রুতিতে বিফল হয়েছে। তবে নিজেদের সফল দেখানোর জন্য বিজ্ঞাপনে ছেয়ে দিতে এক পা পিছুপা হচ্ছে না কেজরিওয়ালের পার্টি। সম্প্রতি এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেখানে AAP নেতাদের স্পিড ব্রেকার উদঘাটন করতে দেখা গিয়েছিল। সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রোলও হয়েছিল।
এমনই এক ড্রামা এখন গোয়া থেকে সামনে এসেছে। আসলে গোয়াতে কেজরিওয়ালের পার্টির নেতারা রেশন বিতরণ শুরু করেছে। হাস্যকর বিষয় এই যে, রেশন তাদেরকে দেওয়া হচ্ছে যাদের রেশনের কোনো প্রয়োজন নেই। আম-আদমি পার্টির গোয়া রাজ্যের সভাপতি প্রতিমা বেটসী গোয়ার কৌন্তিহোতে ঘুরে ঘরে রেশন বিতরণ করেছেন।
..@AAPGoa Vice President Pratima Coutinho @adv_coutinho distributed Free Ration at Coldem Ward in Navelim Constituency on Tuesday. pic.twitter.com/8QpHtO88lu
— Goa News Hub (@goanewshub) June 22, 2021
https://platform.twitter.com/widgets.js
প্রতিমা বেটসী ও তার সাথীসের রেশন বিতরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে বিলাসবহুল বাড়ি, গাড়ি রয়েছে সেই সমস্ত পরিবারের কাছে তাকে রেশন পৌঁছে দিতে দেখা যাচ্ছে। গোয়া নিউজ হাব রেশন বিতরনের এক ভিডিও পোস্ট করেছে। যেখনে প্রতিমা বেটসীকে এক স্কুটিতে চেপে রেশনের ব্যাগ নিয়ে দেখা যাচ্ছে।
Adv Pratima Coutinho,Vice President of AAP on her bike along with her Team distributed Free Ration kits to the people in Navelim Constituency today. @adv_coutinho @AAPGoa @raghav_chadha @RahulMhambre @tilvesurel11 pic.twitter.com/9FsbXczQPK
— Goa News Hub (@goanewshub) July 5, 2021
https://platform.twitter.com/widgets.js
ভিডিওতে দেখা যাচ্ছে প্রতিমা বেটসী স্কুটি থামিয়ে এক ধনী পরিবারকে রেশন দিচ্ছেন। ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে এই ঘটনাকে রেশন ড্রামা নাম দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রণব পায় নামের এক ইউজার এই ভিডিওর উপর কটাক্ষ করে লিখেছেন, ” সত্যি এরা কত গরীব। কেজরিওয়ালের জয় হোক।” প্রতীক লিখেছেন, “ঘর বাড়ি দেখে মনে হয় না যে এদের রেশনের প্রয়োজন আছে।”
The post রেশন ড্রামা: ধনী পরিবারকে রেশন দিতে ছুটছে কেজরিওয়ালের পার্টির লোকজন, ভাইরাল ভিডিও first appeared on India Rag .from India Rag https://ift.tt/3xvCe3x
Bengali News