মল্লপুরমঃ কেরলের (Kerala) মল্লপুরম জেলার একটি বিষ্ণু মন্দিরের বাইরে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে (pinarayi vijayan) ‘ভগবান” আখ্যা দিয়ে একটি পোস্টার লাগানোর পর নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। মন্দিরের বাইরে লাগানো সেই পোস্টারে লেখা রয়েছে, ‘ভগবান কে? যে সবাইকে খাদ্যের যোগান দেয়।”
পোস্টারে এরকম লেখার পর রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের একটি বড় মাপের ছবি লাগানো হয়েছে। পোস্টারে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেই ভগবান রুপে দেখানো হয়েছে। মন্দিরের বাইরে লাগানো এই ব্যানারের বিরোধিতায় নেমেছে স্থানীয় মানুষরাই।
প্রাপ্ত খবর অনুযায়ী, ওই ব্যানারটি স্থানীয় সিপিএম কর্মীরাই লাগিয়েছে। মন্দির ম্যানেজমেন্ট কমিটির মতে, মে মাসে পিনারাই বিজয়ন দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই, এখানে এই ব্যানারটি লাগানো হয়েছে। শোনা যাচ্ছে যে, ওই ব্যানারটি LDF সরকারের শপথ গ্রহণের সময় লাগানো হয়েছিল।
স্থানীয় মানুষের বিরোধিতার পর সিপিএম কর্মীরা জানায়, তাঁরা এই ব্যানার লাগায়নি। আরেকদিকে, স্থানীয়রা পিন্রাই বিজয়নকে ভগবান বানানোর আপত্তি জানানোয় ধর্মনিরপেক্ষ কেরলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
The post বিজয়নকে ভগবান বানিয়ে মন্দিরের বাইরে পোস্টার লাগাল তাঁর ‘ভক্তরা”, ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ first appeared on India Rag .from India Rag https://ift.tt/3xZ3O9z
Bengali News