সামনে উত্তরপ্রদেশের নির্বাচন, তার আগে একের পর এক বিতর্কিত মন্তব্য করতে লেগে পড়েছেন উর্দু কবি মুনাওয়ার রানা। সম্প্রতি তিনি বলেছিলেন, যদি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ জয়লাভ করে তাহলে তিনি রাজ্য ছেড়ে চলে যাবেন। তার কথায়, “যদি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হন তাহলে প্রদেশ ছেড়ে চলে যাবো ” এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই মুনাওয়ার রানার আরো এক বিতর্কিত মন্তব্য সামনে এসেছে।
রবিবার দিন মুনাওয়ার রানা বলেছেন, মুসলিমরা ৮ টি করে বাচ্চা নেয় তার পেছনে কারণ রয়েছে। মুনাওয়ার রানা বলেন, “মুসলিমরা ভয় পায় যে তাদের ২ টো বাচ্চাকে আতঙ্কবাদী তকমা দিয়ে মেরে ফেলা হবে। ২ টি বাচ্চা করোনায় মারা যেতে পারে। ৪ টে বাচ্চা আব্বু-আম্মির শবদেহ কবর অবধি নিয়ে যেতে তো বেঁচে থাকবে।”
উর্দু কবি আরো বলেন, গরিব ছেলে মেয়েকে আতঙ্কবাদী বলে দেওয়া হচ্ছে আর সাধারণ প্রেসার কুকারকে বোমা বলা হচ্ছে। আমার ভয় হয়, আমি যদি পাকিস্তান বেড়াতে গিয়ে সেখান থেকে প্রেসার কুকার কিনে নিয়ে আসি তাহলে আমার কাছে বোমা আছে দাবি করে ATS গ্রেফতার করে নিয়ে যাবে। প্রেসার কুকারকে বোমা বলে দাবি করে এবং আমাকে আতঙ্কবাদী বা তালিবানি তকমা দিয়ে গ্রেফতার করে নিয়ে যেতে পারে।
প্রসঙ্গত, যোগী ফিরলে রাজ্য ছেড়ে দেওয়ার মন্তব্যে বিজেপি মুনাওয়ার রানাকে পাল্টা কথা শুনিয়েছে। বিজেপি প্রবক্তা রাকেশ ত্রিপাঠি বলেছেন, দেশ মুনাওয়ার রানাকে অনেক মান, সন্মান দিয়েছে। তবে এখন উনি রাজনৈতিক মন্তব্য করতে শুরু করেছেন।
রাকেশ ত্রিপাঠি আরো বলেন, রাজনৈতিক মন্তব্যের মদ্যে উনি ধার্মিক যে দৃষ্টিকোন টেনে আনছেন তা মোটেও ভালো নয়। মুনাওয়ার রানার এই বক্তব্যগুলির পর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
The post মুসলিমরা ৮ টে করে বাচ্চার জন্ম দেয় কারণ তারা ভয়ে ভয়ে থাকে: মুনাওয়ার রানা, উর্দু কবি first appeared on India Rag .from India Rag https://ift.tt/3zb6OQf
Bengali News