চেন্নাইঃ তামিলনাড়ুর করুর জেলা থেকে একটি অবাক করা ঘটনা সামনে আসছে। সেখানে এক ব্যক্তি মন্দিরের সামনে আত্মবলিদান করেছেন। আর ওনার এই কাজ করার কারণ হল, উনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে, উনি যেই দলকে সমর্থন করেন সেই দল যেন জয়ী হয়। ওনার প্রার্থনা পূর্ণ হতেই তিনি মন্দিরের সামনে প্রাণ দিয়ে দেন।
ওই ব্যক্তি নিজের সুইসাইড নোটে লেখেন, নির্বাচনে দ্রাবিড় মুন্নেত্রা কাজহাগাম (DMK)-এর জয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। উনি ভগবানের কাছে বলেছিলেন, ওনার দাবি পূরণ হলে তিনি আত্মবলিদান করবেন।
ওই ব্যক্তি ডিএমকে-এর জয়ের জন্য প্রার্থনা করেছিলেন, দাবি পূর্ণ হওয়ার পর তিনি আত্মবলিদান করেন। ওই ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে মন্দিরে ভগবানের দর্শনের জন্য যান। সেখানে তিনি নিজের গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করেন। মৃত ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ছিলেন। ওনার নাম উলগনাথন। ওনার বয়স ৬০ বছর।
মন্দিরের আশেপাশে থাকা ব্যক্তিরা একটি সুইসাইড নোট উদ্ধার করেন। সেখানে ওই ব্যক্তি নিজের প্রার্থনার কথা লিখেছিলেন। ওই ব্যক্তি সুইসাইড করার জন্য আশান অমাবস্যার দিনটিকে বেছে নিয়েছিলেন। এই দিনটি তামিলদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।
ওই ব্যক্তি মন্দিরের সামনে নিজের প্রার্থনা পূরণ হওয়ার পর আত্মহত্যা করেন। পুলিশ সুইসাইড নোট উদ্ধার করেছে। পরিজন আর প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে।
The post আজব কাণ্ড! শাসক দলের জয়ের প্রার্থনা পূরণ হতেই মন্দিরের সামনে ‘আত্মবলিদান” কর্মীর first appeared on India Rag .from India Rag https://ift.tt/3xue21m
Bengali News