-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতে হিন্দুত্বের কোনও স্থান থাকা উচিৎ নয়! বিতর্কিত মন্তব্য করে শিরোনামে AIMIM প্রধান ওয়াইসি

- July 23, 2021

নয়া দিল্লীঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (Rashtriya Swayamsevak Sangh) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) সম্প্রতি একটি বয়ানে বলেছিলেন যে, ১৯৩০ সাল থেকে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি করানোর পরিকল্পনা চলছে। ভারতকে পাকিস্তান বানানোর চেষ্টায় নিজেদের সংখ্যা বাড়াচ্ছে ওঁরা।

মোহন ভাগবতের (Mohan Bhagwat) এই বয়ানে হায়দ্রাবাদের সাংসদ তথা AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) পাল্টা আক্রমণ করেছেন।

ওয়াইসি পরপর দুটি টুইট করে সংঘ প্রধান মোহন ভাগবতকে আক্রমণ করেছে। তিনি লিখেছেন, ‘ RSS-র ভাগবত বলছেন মুসলিমদের জনসংখ্যা বাড়ানোর প্রচেষ্টা ১৯৩০ সাল থেকে করা হচ্ছে। আমাদের যদি DNA একই হয়ে থাকে, তাহলে আলাদা করে কেন গোনা হচ্ছে? ভারতীয় মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার ১৯৫০ থেকে ২০১১ এর মধ্যে কমেছে। সংঘের মাথায় শূন্য শতাংশ বুদ্ধি রয়েছে, আর মুসলিমদের প্রতি ১০০ শতাংশ ঘৃণা রয়েছে।”

https://platform.twitter.com/widgets.js

শুধু তাই নয়, ওয়াইসি আরও একটি টুইটে লেখেন, ‘সংঘ মুসলিম বিরোধী ঘৃণার জনক, আর তাঁরা এই বিষ সমাজে ছড়িয়ে দিচ্ছে। এই মাসের শুরুতে ‘আমরা এক” বলা ভাগবতের নাটক তাঁর সমর্থকদের হতাশ করেছিল। আর এই কারণেই উনি এখন মুসলিমদের অপমান করতে আর মুসলিমদের বিরুদ্ধে মিথ্যে বলার জন্য ফিরেছে। আধুনিক ভারতে হিন্দুত্বের কোনও স্থান থাকা উচিৎ নয়।”

The post ভারতে হিন্দুত্বের কোনও স্থান থাকা উচিৎ নয়! বিতর্কিত মন্তব্য করে শিরোনামে AIMIM প্রধান ওয়াইসি first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3ycyrs0
Bengali News
 

Start typing and press Enter to search