লখনউঃ উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বর্ক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন। তিনি বলেন, ‘করোনা কোনও রোগ না। করোনা যদি কোনও রোগ হত, তাহলে এর চিকিৎসা হত। সরকারের ভুল কাজের জন্য এসেছে। আল্লাহর সামনে কান্নাকাটি করে ক্ষমা চাইলেই এর থেকে মুক্তি পাওয়া যাবে।” বলে দিই, এর আগে উত্তর প্রদেশের মুরাদাবাদের সাংসদ এসটি হাসানও এরকমই এক বয়ান দিয়ে শিরোনামে উঠে এসেছিলেন।
উত্তর প্রদেশের মুরাদাবাদ থেকে সমাজবাদী পার্টির সাংসদ ডঃ এসটি হাসান দেশে করোনার সংক্রমণ আর বিগত কয়েকদিনে আশা ঘূর্ণিঝড়ের জন্য মোদী সরকারকে দায়ী করেছেন, তিনি বলেন মোদী সরকার শরিয়ত আইনে দখল দিচ্ছে বলেই এসব হচ্ছে দেশে।
সমাজবাদী পার্টির সাংসদ এসটি হাসান বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ‘বিগত ৭ বছরে বিজেপির সরকার দ্বারা দেশে এমন আইন বানানো হয়েছে যেগুলো শরিয়ত আইনে দখলদারি করছে। নাগরিকতা আইন বানানো হয়েছে, সেই আইনে মুসলিম বাদে সবাই নাগরিকতা পাচ্ছে। এসব আইনের ফলে দেশে ঘূর্ণিঝড় হচ্ছে করোনা মহামারী এসেছে। দেশের কোটি কোটি মানুষ প্রভাবিত হয়েছেন।”
ডঃ হাসান বলেন, ‘সিএএ আর এনআরসি আইনের মাধ্যমে দেশের মুসলিমদের নিশানা করা হচ্ছে। সরকার ধার্মিক বৈষম্য সৃষ্টি করার আইন আনছে।” হাসান বলেন, যখন মাটিতে থাকা মানুষরা অন্যায় করে, তখন আকাশ থেকে বিচার করা হয়। আকাশ থেকে বিচার হলে ‘যদি আর কিন্তু” বলে কিছু থাকেনা।” হাসান এও বলেন যে, বিজেপি সরকারে গরিবদের অধিকার দেওয়া হচ্ছে না। সরকারে শুধু বড়লোক মানুষরাই অধিকার পাচ্ছে। হাসান আরও বলেন, সরকার যেভাবে কাজ করছে আগামী দিনে দেশে আরও বড়সড় বিপর্যয় আসবে।
from India Rag https://ift.tt/34Jc2FL
Bengali News