মুম্বাইঃ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) ভাই ইকবাল কাসকরকে ( iqbal kaskar) নারকোটিক কন্ট্রোল ব্যুরো (NCB) বুধবার গ্রেফতার করেছে। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি NCB চরসের দুটি কনসাইনমেন্ট ধরেছিল। সেগুলো পাঞ্জাবের একটি পাচারকারী গোষ্ঠী কাশ্মীর থেকে মুম্বাইয়ে বাইকে করে এনেছিল। NCB ২৫ কেজি চরস উদ্ধার করেছিল তাঁদের কাছ থেকে।
এই মামলায় তদন্তের সময় NCB আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত থাকার সুত্র খুঁজে পায়। এরপর পাচারকারী আর মাফিয়া কানকেশনের তদন্ত শুরু হয়। আর এরইমধ্যে NCB দাউদ ইব্রাহিমের ভাইকে গ্রেফতার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শোনা যাচ্ছে যে, এই মামলার তদন্তের সময় NCB টেরর ফান্ডিং আর ড্রাগস সাপ্লাইয়ের জন্য আন্ডারওয়ার্ল্ডের কানেকশনের গুরত্বপূর্ণ তথ্য পেয়েছে। আর সেই তথ্যের ভিত্তিতে মুম্বাইয়ের অনেক জায়গায় তল্লাশিও চালানো হয়েছে। কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার পর দাউদের ভাইকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে দাউদের ভাইকে ঠানেতে ব্যবসায়ী আর বিল্ডারদের থেকে তোলাবাজি করার জন্য ২০১৭ সালে গ্রেফতার করা হয়েছিল। বলে দিই, দাউদের ভাইও বিদেশে পালিয়ে গিয়েছিল। ২০০৩ সালে তাঁকে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে প্রত্যার্পণ করা হয়।
The post মাদক পাচারকাণ্ডে NCB-র হাতে গ্রেফতার দাউদের ভাই ইকবাল first appeared on India Rag .from India Rag https://ift.tt/3wQOBXA
Bengali News