দিল্লী পুলিশ এক নকল আর্মি অফিসারকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যাক্তির কাছে ভুয়ো আইডি কার্ড এবং মোবাইল ফোন পাওয়া গেছে। গ্রেফতার হওয়া ব্যাক্তি নিজেকে আর্মি ক্যাপ্টেন হিসেবে দাবি করতো এবং মেয়েদের সাথে চ্যাট করতো। দেশ বিদেশের বহু মেয়েকে আর্মি ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রেমের জালে ফাঁসাতো। নিজেকে আর্মি ক্যাপ্টেন বলা এই ব্যক্তিকে এখন হেফাজতে নিয়েছে দিল্লী পুলিশ।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI কেও বোকা বানিয়েছেন এই ব্যাক্তি। গ্রেফতার হওয়া ব্যাক্তির কাছে যে মোবাইল ফোন পাওয়া গেছে তাতে অনেক ইন্টারন্যাশনাল কল লিস্ট পাওয়া গেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI ওই ব্যক্তিকে হানি ট্রাপে ফাঁসিয়েছিল বলে জানা গেছে। উক্ত ব্যাক্তির কাছে আর্মির ভুয়ো ইউনিফর্মও পাওয়া গেছে।
নকল আর্মি অফিসারকে আসল ভেবে ISI তাকে হানি ট্রাপে ফাঁসিয়েছিল। আর এতে উল্টে নিজেরাই বোকা হয়ে পড়ে পাকিস্তানি গোয়েন্দারা। মিলিটারি এজেন্সি গ্রেফতার হওয়া ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য কৈলাসা পুলিশ স্টেশনে পৌঁছেছেন। স্পেশাল সেলের কর্মকর্তারা এবং IB ডিপার্টমেন্ট থেকেও কর্তারা জিজ্ঞাসাবাদ করার জন্য প্রস্তুতি নিয়েছে। কিছু সূত্রের দাবি, পাকিস্তানি গোয়েন্দাদের বোকা বানিয়ে তাদের থেকে টাকা নিয়েছেন ওই ব্যক্তি।
গ্রেফতার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে পাকিস্তানের হানি ট্র্যাপ নিয়ে অনেক তথ্য জানা যাবে বলে ধারণা কর্মকর্তাদের। ওই ব্যক্তির মোবাইলে প্রায় ১০০ টি হোয়াটাসআপ গ্রুপ পাওয়া গেছে। আপাতত জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন যে মূলত মেয়েদের সাথে চ্যাট করার জন্য সে নিজেকে আর্মি ক্যাপ্টেনের পরিচয় দিয়েছিল।
The post নিজেকে আর্মি অফিসার পরিচয় দিয়ে পাকিস্তানি গোয়েন্দাদের বোকা বানালো ভারতীয় ব্যাক্তি! মাথায় হাত ISI এর first appeared on India Rag .from India Rag https://ift.tt/3qaHQND
Bengali News