সাংসারিক বা আধিকারিক কাজ কর্মের জীবন ত্যাগ করে ঈশ্বরের খোঁজে বেরিয়ে পড়ার মানুষের কাহিনী ভারতবর্ষে বহু দেখা যায়। লক্ষণীয় যে এই ধরণের ঘটনা একমাত্র ভারতেই দেখা যায়। আর সম্ভবত সেই কারণেই ভারতে শঙ্করাচার্য, গৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ এর মতো মহান মহান ধৰ্মবীর বিভিন্ন সময়ে পরিলক্ষিত হয়। সম্প্রতি বিহারের প্রাক্তন পুলিশ মহানির্দেশক (DGP) তার ব্যক্তিগত কাজ কর্মের জীবন ত্যাগ করে আধ্যাত্মিক পথে হাঁটা দিয়েছেন। যা নিয়ে দেশে জোর চর্চা শুরু হয়েছে।
বিহারের প্রাক্তন পুলিশ মহানির্দেশক (DGP) গুপ্তেশর পান্ডে সমস্ত স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি কেন স্বেচ্ছায় অবসর নিচ্ছেন তার কারণ কেউ স্পষ্ট জানতেন না। তবে এখন গুপ্তেশর পান্ডেকে নিয়ে যে খবর সামনে এসেছে তা উনার অবসর নেওয়ার কারণকে ব্যাক্ত করেছে। গুপ্তেশর পান্ডে এখন রাম মহিমা প্রচারের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন।
গুপ্তেশর পান্ডে এখন রাম কথা শুনিয়ে মানুষকে জীবনের আসল মর্ম বোঝানোর উপর জোর দিয়েছেন। গুপ্তেশর পান্ডে এখন অযোধ্যার হনুমানগড়িতে রয়েছেন। সেখানে উনি রামভক্ত হনুমানের সেবাকার্যে লেগে পড়েছেন। মহাবীর হনুমানের জীবনের উদাহরণ দিয়ে সাধারণ মানুষকে ধৰ্মকাজে লাগার উৎসাহ দিচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় গুপ্তেশর পান্ডের ভিডিও ভাইরাল হচ্ছে। গুপ্তেশর পান্ডে যে সমস্ত রাম গাঁথা প্রচার করছেন তা সাধারণ মানুষজন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করেছে। গুপ্তেশর পান্ডে নিজের বেশভূষা একেবারে পাল্টে ফেলেছেন এবং একজন ধৰ্মগুরুর রূপ ধারণ করেছেন।
The post DGP পদ ছেড়ে রাম নামের মহিমা প্রচারে নামলেন গুপ্তেশর পান্ডে! অযোধ্যায় বসালেন ডেরা first appeared on India Rag .from India Rag https://ift.tt/2TcarGf
Bengali News