গোয়ালিয়রঃ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নিজ ধর্ম ছেড়ে খ্রিষ্টান ধর্ম আপন করে নেওয়া ছেলে নিজের মায়ের শেষকৃত্য পর্যন্ত করতে অস্বীকার করে। উল্লেখ্য, সরোজাদেবী নামের এক মহিলার মৃত্যুর পর তাঁর খ্রিষ্টান ছেলে ডেভিড নিজের মায়ের হিন্দু ধর্মানুসারে শেষকৃত্য করবে না বলে জানিয়ে দেয়। শেষে ১১০০ কিমি দূর থেকে এসে সরোজাদেবীর নাতনী শ্বেতা শেষকৃত্য সম্পন্ন করে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সরোজাদেবী ছেলে চেয়েছিল যে তাঁর মায়ের শেষকৃত্য খ্রিষ্টান ধর্মানুসারে হোক আর তাঁর মায়ের শরীর গোরস্থানে দফন হোক। কিন্তু নাতনী শ্বেতা সুমন ঝাড়খণ্ড থেকে গোয়ালিয়রে গিয়ে দিদার শেষকৃত্য সম্পন্ন করে। সরোজাদেবীর ছেলে ডেভিড ধর্মপরিবর্তনের আগে প্রতাপ সিংহ বলে পরিচিত ছিল।
নাতনী শ্বেতা সুমন দিদার মৃত্যু আর তাঁর মামা দ্বারা অন্য ধর্ম গ্রহণ করার তদন্তের জন্য স্থানীয় SP কে আবেদন জানায়। অভিযোগে সে জানায় যে, তাঁর মামা তাঁর দিদাকে ধর্মপরিবর্তন করার জন্য চাপ দিত। আর এই কারণেই তাঁর মামা তাঁর দিদাকে খ্রিষ্টান ধর্মানুসারে দফন করতে চেয়েছিল। শ্বেতা জানায়, তাঁর দিদা মৃত্যুর আগে পর্যন্ত অন্য কোনও ধর্মগ্রহণ করেন নি। তিনি হিন্দু হয়েই ছিলেন।
धर्म परिवर्तन खतरनाक इसलिए है , बेटे ने धर्म परिवर्तन कर लिया तो अपनी ही माँ का अंतिम संस्कार करने से मना कर दिया ।
ब्यक्ति मत, मजहब, सम्प्रदाय के पीछे इतना पागल हो गया है जननी को ही भुला बैठा।
धारण करने जो योग्य हो उसे ही “धर्म” कहते है। pic.twitter.com/hkZuQJ31BV— Ravi Ranjan (@RaviRanjanIn) June 6, 2021
https://platform.twitter.com/widgets.js
The post মায়ের মুখাগ্নি করতে অস্বীকার ধর্ম বদলে নেওয়া ছেলের! ১১০০ কিমি দূর থেকে ছুটে এল নাতনী first appeared on India Rag .from India Rag https://ift.tt/3zh2u35
Bengali News