ভারতের রাজধানী দিল্লী শহরে যে কোনো ভারতীয়কে একদিনের জন্য থাকতে হলেও গুনতে হয় মোটা টাকা। তবে যদি আপনি রোহিঙ্গা বা অন্য অবৈধ অনুপ্রবেশকারী হন তাহলে আপনার ভরণপোষণের দায়িত্ব নেবে কেজরিওয়াল সরকার। সম্প্রতি কালিন্দি কুঞ্জের পাশে মদনপুর খাদের কাছে রোহিঙ্গাদের সবথেকে বড়ো বস্তিতে আগুন লাগার খবর এসেছিল। India Rag এই খবর প্রকাশিত করেছিল।
এখন এই খবরের পরিপ্রেক্ষিতে বড়ো আপডেট সামনে আসছে। আসলে আগুনে যে সমস্ত রোহিঙ্গাদের বাড়ি পুড়ে গেছে তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে কেজরিওয়াল সরকার। কেজরিওয়াল সরকারের তরফে ৫৬ টি রোহিঙ্গা পরিবারের জন্য নতুন থাকবার ব্যাবস্থা করা হয়েছে। একই সাথে প্রত্যেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা।
প্রত্যেক রোহিঙ্গা পরিবারের হাতে ১০,০০০ টাকা ও রেশন তুলে দেওয়ার পর আম-আদমি পার্টির বিধায়ক আমানতউল্লাহ খান মিডিয়ায় মুখোমুখি হনে। আমানতউল্লাহ খান বলেন, আমরা যতটুকু পেরেছি করেছি। আমরা চেষ্টা করবো রোহিঙ্গাদের আরো সুযোগ সুবিধা প্রদান করার যাতে তারা নিজেদের জীবন স্বাচ্ছন্দে কাটাতে পারে।
জানা গেছে ৫৬ টি রোহিঙ্গা ঝুপড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে এই রোহিঙ্গা পরিবারগুলির জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছেন বিধায়ক আমানতউল্লাহ খান। সাধারণ জনগনের ট্যাক্সের টাকা থেকে রোহিঙ্গাদের পরিবার পিছু ১০ হাজার টাকা লুটিয়ে দিয়েছেন AAP বিধায়ক।
कंचन कुंज के रोहिंगया कैंप में आग लगने से प्रभावित हर परिवार को 10हज़ार रु की फ़ौरी मदद के साथ महीने भर का राशन और रहने के लिए टेंट का इंतज़ाम हमने कर दिया है।हमारी कोशिश है कि इनके लिए और बेहतर इंतज़ाम किया जा सके,जिससे ये अपनी ज़िंदगी बेहतर तरीक़े के गुज़ार सकें।#HumanityFirst pic.twitter.com/oBgh6NsfFt
— Amanatullah Khan AAP (@KhanAmanatullah) June 15, 2021
https://platform.twitter.com/widgets.js
জানিয়ে দি, রোহিঙ্গারা দেশের জন্য অত্যন্ত বিপদজ্জনক। প্রায় প্রতিদিন রোহিঙ্গাদের অপরাধমূলক ঘটনা সামনে আসে। তবে দেশের সুরক্ষার থেকে রোহিঙ্গাদের সুরক্ষা নিয়ে কেজরিওয়াল সরকার বেশি চিন্তিত।
The post রোহিঙ্গা পরিবার পিছু ১০ হাজার টাকা ও রেশন প্রদান কেজরিওয়াল সরকারের! দেওয়া হলো নতুন বাসস্থানও first appeared on India Rag .from India Rag https://ift.tt/35CHGp6
Bengali News