কলকাতাঃ ভোট শেষ হয়ে গিয়েছে, একমাসের বেশী হল ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। তবে রাজ্যে রাজনৈতিক তরজা কমেনি। বিশেষত রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিজে বিজেপি যেমন সরব হয়েছে, ঠিক তেমনই সরব হয়েছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বিগত কয়েকদিন ধরে একটু চুপ থাকার পর রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে আবারও সরব হলেন রাজ্যপাল। আর এবার রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলা নিয়ে জবাব চাইতে রাজ্যের নয়া মুখ্যসচিবকে তলব করলেন তিনি।
কদিন আগেই রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষ হয়েছে। এমনকি তিনি ইস্তফাও দিয়ে দিয়েছেন। এরপরেই রাজ্যের নতুন মুখ্যসচিব হয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। আর এই নয়া মুখ্যসচিবকেও আগামীকাল রাজভবনে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার একটি টুইট করে এই কথা জানিয়েছেন খোদ রাজ্যপাল। তিনি জানিয়েছেন যে, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি কি সেটা জানতেই মুখ্যসচিবকে তলব।
Most unfortunate that state functionaries @MamataOfficial are not even recognising this malaise much less take steps to contain it.
Police @WBPolice @KolkataPolice unfortunately engaged as extension of ruling dispensation to let loose vindictiveness on political opponents.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 6, 2021
https://platform.twitter.com/widgets.js
রবিবার একটি টুইট করেন রাজ্যপাল। সেই টুইটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেন তিনি। টুইটে রাজ্যপাল লেখেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ক্ষতিগ্রস্ত হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। আর এই কারণে আমি আগামী ৭ জুন রাজ্যের মুখ্যসচিবকে রাজভবনে ডেকেছি। সেখানে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কথা হবে। ভোট পরবর্তী হিংসা ঠেকাতে রাজ্যের তরফ থেকে কী বন্দোবস্ত করা হয়েছে, সেটা জানতে চাই।”
Extremely alarming law & order scenario @MamataOfficial. Security environment is seriously compromised.
In such a grim situation called upon Chief Secretary to brief me on the law and order situation on Monday 7th June and indicate all steps taken to contain post poll violence. pic.twitter.com/REf0JDTpcQ
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 6, 2021
https://platform.twitter.com/widgets.js
ফলাফল ঘোষণার পর ভোট পরবর্তী হিংসায় রাজ্যের বহু মানুষ আক্রান্ত হয়েছেন বলে দাবি করেন জগদীপ ধনখড়। তিনি এও বলেন যে, এখনও বহু মানুষ ঘরছাড়া রয়েছেন। তাঁরা নিজের বাড়িতে ঢুকতে দুষ্কৃতীদের ঘুষ দিতে বাধ্য হচ্ছে। এই গুণ্ডামি বন্ধ করার দাবি করেছেন তিনি। রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলা নিয়ে তিনি শাসক দল তৃণমূলকেই দুষেছেন। তিনি এও অভিযোগ করেছেন যে, রাজ্যের পুলিশ-প্রশাসন নিরপেক্ষ ভাবে কাজ করার বদলে তৃণমূলের হয়ে কাজ করছে।
There is rampant post poll retributive violence @MamataOfficial
Disturbing that this ostracisation has graduated to social boycott & denial of benefits they are otherwise entitled. They are made to suffer “extortion fee” for living in their own house or run their own business.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 6, 2021
https://platform.twitter.com/widgets.js
The post বিস্ফোরক টুইট করে রাজ্যের নয়া মুখ্যসচিবকে তলব রাজ্যপাল জগদীপ ধনখড়ের first appeared on India Rag .from India Rag https://ift.tt/3uWQdx2
Bengali News