বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস কমার নামই নিচ্ছে না। এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির কর্মী-সমর্থকরা শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছেন। আবার কোথাও বিজেপির কর্মীদের হুমকি দিয়ে ভয় দেখিয়ে তৃণমূল নিজেদের দলে নিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এখনও বহু বিজেপি কর্মী ঘরছাড়া বলে দাবি করছে গেরুয়া শিবির। আর এরই মধ্যে দেড়মাস পর বাড়িতে ফিরে শাসক দলের হাতে আক্রান্ত হলে দুই বিজেপি কর্মী।
ঘটনাটি ঘটেছে বারাসতের নবপল্লিতে। সেখানে সবকিছু ভুলিয়ে নতুন করে জীবন শুরু করতে দেড়মাস পর বাড়ি ফিরেছিলেন দুই বিজেপি কর্মী। আর বাড়ি ফেরা মাত্রই ফের আক্রান্ত হলেন তাঁরা। মায়ের সামনেই তাঁদের মারধোর করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলে বিরুদ্ধে। পরিবার জানিয়েছে, সপ্তাহখানেক আগেই তাঁরা বাড়ি ফিরেছিলেন, আর বাড়ি ফেরার পর শুক্রবার রাতে তাঁদের উপর চড়াও হয় তৃণমূলে গুন্ডাবাহিনী। বাড়িতে ঢুকে তাঁদের মারধোর করে তাঁরা। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনার খবর পেতেই বিজেপির কর্মীদের বাড়িতে পৌঁছয় পুলিশ। তাঁরা গোটা ঘটনার তদন্তে নেমেছে। এই বিষয়ে শাসক দল তৃণমূলের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, রাজ্যজুড়ে যখন তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সরব হচ্ছে বিজেপি, তখন বাড়ি ফেরা দুই কর্মীর উপর তৃণমূলের এই হামলা রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
The post দেড়মাস পর বাড়ি ফিরেও শান্তি নেই! ফের তৃণমূলের গুন্ডাদের হাতে আক্রান্ত বিজেপির কর্মীরা first appeared on India Rag .from India Rag https://ift.tt/3A34cFi
Bengali News