-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পেটে লাথি খেতেই ওসামা বিন লাদেনকে ‘শহীদ” থেকে ‘জঙ্গি” বানাতে ব্যস্ত হল পাকিস্তান

- June 27, 2021


নয়া দিল্লীঃ জঙ্গিদের লালন-পালন করা পাকিস্তানের (Pakistan) মুখোশ খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) সংসদেই খুলে দিয়েছিলেন। তিনি পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে আল-কায়দার প্রধান ওসামা বিন লাদেনকে (Osama Bin Laden) ‘শহীদ”-এর তকমা দিয়েছিলেন। এরপরই এটা পরিস্কার হয়ে গিয়েছিল যে, শান্তির বার্তা দেওয়া পাকিস্তান কোনদিনও শান্তির পথে চলতে পারবে না। তবে এবার এফএটিএফ-এর প্রকোপে পড়ে ছটফট করা পাকিস্তান এখন ওসামা বিন লাদেনকে নিয়ে সাফাই দিতে ব্যস্ত হয়েছে। ইমরান খানের মন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এবং দেশকে ডোবার হাত থেকে বাঁচাতে বলছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের মুখ ফসকে গিয়েছিল।”

পাকিস্তানের জিও টিভিতে দেওয়া একটি সাক্ষাৎকারে তথ্য সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী (Fawad Chaudhry) বলেন, পাকিস্তান হামেশাই ওসামা বিন লাদেনকে একজন জঙ্গি হিসেবে মেনে এসেছে। ফাওয়াদ চৌধুরী বলেন, ‘পাকিস্তান রাষ্ট্রসংঘে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন জানিয়ে ভোট দিয়েছে। আমরা রাষ্ট্রসংঘের সেই তালিকার ভোটার, যেখানে ওসামা বিন লাদেনকে জঙ্গি ঘোষণা করা হয়েছিল।” চৌধুরীর কাছে যখন ইমরান খান দ্বারা লাদেনকে শহীদের তকমা দেওয়ার কথা জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মুখ ফসকে ওই কথা বেরিয়ে গিয়েছিল।”

বলে দিই, এক বছর আগে ন্যাশানাল অ্যাসেম্বলিতে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আমেরিকার তরফ থেকে লাদেনকে নিকেশ করার অভিযানের কথা স্মরণ করে বলেছিলেন যে, ‘ওসামা বিন লাদেন শহীদ হয়েছিলেন।” মনের কথা মুখে চলে আসার পর গোটা বিশ্বে সমালোচনা মুখে পড়তে হয়েছিল শান্তিকামী ইমরান খানকে।

যদিও, তখন থেকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের এই বয়ান থেকে পিছু ছাড়াতে চাইছেন। সম্প্রতি পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি টোলো নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ইমরান খানের ওই বয়ানকে ভুল ভাবে ব্যখ্যা করা হয়েছে। তিনি এরজন্য মিডিয়ার একাংশকে দোষী বানিয়েছিলেন।

উল্লেখ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার কারণে পাকিস্তানকে ধূসর তালিকাতেই রেখে দিয়েছে The Financial Action Task Force (FATF)। আর FATF-এর এই সিদ্ধান্তের কারণে পাকিস্তানকে আগামী দিনেও চরম সমস্যার সম্মুখীন হতে হবে। সেই কারণেই পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এখন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের চরিত্র ঠিক করার কাজে লেগে পড়েছেন।

The post পেটে লাথি খেতেই ওসামা বিন লাদেনকে ‘শহীদ” থেকে ‘জঙ্গি” বানাতে ব্যস্ত হল পাকিস্তান first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3xTmmra
Bengali News
 

Start typing and press Enter to search