কলকাতাঃ পাল্টা মামলার পথে হাঁটছেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্প্রতি ওনার বিরুদ্ধে অনেক মামলাই দায়ের হয়েছে প্রশাসনের তরফ থেকে, তবে তিনি না নিয়ে মাথা ঘামাতে রাজি নন। বরঞ্চ তিনি পাল্টা মামলা করে সরকার এবং প্রশাসনকে চাপে রাখার কৌশল নিয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে এই পদক্ষেপ নিচ্ছেন বিরোধী দলনেতা।
ওনার নিশানায় রয়েছেন কয়েকজন আইসি এবং পুলিশ সুপার। তিনি এই বিষয়ে কয়েকজন আইনজীবীর সঙ্গেও পরামর্শ করেছেন।একদিকে রাজ্য রাজনীতি সরগরম নন্দীগ্রামের রায়ের চ্যালেঞ্জ জানানোর মামলা নিয়ে। আরেকদিকে, মমতা ব্যানার্জীর করা এই মামলার পর তৃণমূলের আরও চারজন পরাজিত প্রার্থী পুনর্গণনার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তৃণমূলের পাঁচের পাল্টা বিজেপি ৫০ দিয়ে দিতে চাইছে। খুবই কম মার্জিনে হারা ৫০ টি আসনে পুনর্গণনা চেয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে বঙ্গ বিজেপিও।
এই খবর প্রকাশ্যে আসায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিজেপিকে খোঁচা দিয়ে বলেছেন, পরাজয় স্বীকার করতে পারছে না দেখেই অশান্তি পাকাতে ওঁরা আদালতে যাচ্ছে।একদিকে যখন পুনর্গণনা নিয়ে মামলা, পাল্টা মামলা চলছে। তখন রাজ্য প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর মামলা করার ইঙ্গিত দুই পক্ষের মধ্যে সংঘাত যে আরও বাড়িয়ে তুলবে, তা বলাই বাহুল্য।
শুভেন্দুবাবু একটি টুইট করে লিখেছেন, ‘ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে চারিদিকে বিজেপির কর্মীদের বিরুদ্ধে যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, সেই কারণে এসপি, আইসিদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করার প্রস্তুতি নিতে আইনজীবীদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি।”
আরেকদিকে, রাজ্যপাল দিল্লী সফর থেকে ফিরে আসার পর এক সপ্তাহের জন্য উত্তরবঙ্গ সফর ঘিরে জল্পনা বেড়েছে। চারিদিকে যখন উত্তরবঙ্গ ভাগ করার দাবি উঠছে, তখন রাজ্যপালের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
The post রাজ্য পুলিশের এসপি, আইসিদের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু অধিকারী first appeared on India Rag .from India Rag https://ift.tt/3iSN2UV
Bengali News