-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সংখ্যালঘু বন্দিদের কিডনি, লিভার বের করে নিচ্ছে চীন! মামলা গেল জাতিসংঘে

- June 19, 2021


ওয়েবডেস্কঃ সংখ্যালঘু মুসলিমদের উপর চীনের অত্যাচারের আরও একটি কাহিনী উজাগর হয়েছে। কয়েকটি মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে চীন সংখ্যালঘু বন্দিদের কিডনি, লিভার বের করে নিচ্ছে। এমনতেই চীন থেকে উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের নানান কাহিনী সামনে আসে, কিন্তু এবারের এই অভিযোগ অনেক গুরুতর এবং আরও বেশি মারাত্মক। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এই রিপোর্টের পর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিৎ।

রিপোর্টে বলা হয়েছে যে, চীনে বন্দি অবস্থায় থাকা উইঘুর মুসলিম, তিব্বতীয় আর খ্রিষ্টানদের সঙ্গে অমানবিক ব্যবহার করা হচ্ছে। তাঁদের জোর করে রক্তের পরীক্ষা করানো এবং শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের পরীক্ষণের জন্য বাধ্য করা হচ্ছে। কিন্তু অন্য বন্দিদের সঙ্গে তা করা হচ্ছে না। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশন (OHCHR) অনুযায়ী, জোর করে শরীরের অঙ্গ বের করে নেওয়ার ঘটনা তাঁদের সঙ্গেই হচ্ছে যারা চীনে সংখ্যালঘু। অধিকাংশ বন্দিরা এও জানেন না যে, তাঁদের কেন বন্দি করা হয়েছে।

মানবাধিকার বিশেষজ্ঞদের মধ্যে বেশীরভাগ কয়দিদের কিডনি, লিভার সমেত শরীরে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ বের করে নেওয়া হচ্ছে। OHCHR অনুযায়ী, মানবাধিকার এক্সপার্টরা ২০০৬ আর ২০০৭ সালে চীনের সরকারের সমক্ষে এই মামলা তুলেছিলেন। কিন্তু সরকার জানিয়েছিল যে, তাঁদের কাছে এই নিয়ে কোনও তথ্য নেই।

নতুন এই তথ্য উঠে আসার পর বিশেষজ্ঞরা এই চীনের কাছে জবাব চাইছে। এর পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার কমিশনকে স্বাধীন ভাবে এই বিষয়ে তদন্ত করারও অনুমতি দিতে বলা হচ্ছে। উল্লেখ, চীনে বিশাল পরিমাণে সংখ্যালঘুদের শোষণ করা হয়। বিশেষ করে উইঘুর মুসলিমদের এক প্রকার গোলাম বানিয়ে রেখেছে জিনপিং সরকার। তাঁদের শিবিরে রেখে জোর করে কাজ করানো হয় এবং তাঁদের থেকে ধার্মিক স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে।

The post সংখ্যালঘু বন্দিদের কিডনি, লিভার বের করে নিচ্ছে চীন! মামলা গেল জাতিসংঘে first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3xzZ6OO
Bengali News
 

Start typing and press Enter to search