-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

“মমতা যদিও হিন্দু সে মুসলমানদের পক্ষে বেশি কাজ করেছে”-ভাইরাল বাংলাদেশি মৌলানার ভিডিও

- June 25, 2021


ভারতের রাজনীতি নিয়ে বাংলাদেশের মৌলবী মৌলানাদের মন্তব্য করা বর্তমানে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ নিয়ে প্রায়শই নাক গোলানো মন্তব্য করতে দেখা যায় বাংলাদেশি ইসলামিক ধৰ্মগুরু। সম্প্রতি এমনই এক বাংলাদেশি ধৰ্মগুরুর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। যেখানে বাংলাদেশি ধৰ্মগুরু দাবি করেছেন যে এবার ভারতে প্রধানমন্ত্রী পদে মমতা ব্যানার্জী বসবেন। বাংলাদেশি মৌলানার যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে মুসলিম সমর্থক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুসলিম বিরোধী বলে দাবি করেছেন।

মৌলানা আব্দুস সালাম নামের ধর্মগুরু বলেছেন, “নরেন্দ্র মোদীর খেলা শেষ এবার মমতা দিদির খেলা শুরু হয়েছে। ভারতের যা অবস্থা তাতে এখন নির্বাচন হলে নরেন্দ্র মোদীর সরকারের পতন ঘটবে এবং মমতা সরকার গড়বে যেমনটা পশ্চিমবঙ্গের নির্বাচনে হয়েছে।” মৌলানা আরো বলেন, আলহামদুলিল্লাহ মমতার নামে এত প্রশংসা করছি কেন সেটা অনেকে জিজ্ঞাসা করতে পারেন। উত্তর হচ্ছে মমতা যদিও হিন্দু সে মুসলমানদের পক্ষে বেশি কাজ করেছে।”

মৌলানা আব্দুস সালাম বলেন, আমরা বাংলাদেশে নামাজ পড়ায় এই দেশে ৯৫% লোক মুসলিম। কিন্তু বলুন তো বাংলাদেশ সরকার কি আমাদের বেতন দেয়? ভাতা দেয়? দেয় না অথচ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মসজিদের ইমামকে বেতন দেয় ভাতা দেয়। শুধু এই নয়, বাবরি মসজিদ ধ্বংসের সময় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুসলমানদের পক্ষে কথা বলেছিল।

মৌলানা বলেন, NRC আইন করে ভারত থেকে মুসলিমদের তাড়ানোর ষড়যন্ত্র হয়েছিল সেটারও বিরোধিতা করেছেন মমতা। মমতা হিন্দু মহিলা হয়েও আমাদের মুসলিমদের জন্য এত কাজ করেছে তাই মমতার সমর্থন করা দরকার। তার পক্ষে কথা বললে দোষ হয় না। আমরা দল মত বুঝি না, যারা মুসলমানদের পক্ষে আমরাও তাদের পক্ষে। এই জন্যেই বলেছি নরেন্দ্র মোদীর খেলা শেষ মমতা ব্যানার্জীর খেলা শুরু।

The post “মমতা যদিও হিন্দু সে মুসলমানদের পক্ষে বেশি কাজ করেছে”-ভাইরাল বাংলাদেশি মৌলানার ভিডিও first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3xUft9o
Bengali News
 

Start typing and press Enter to search