নিউটাউনঃ কলকাতা যেন যোগী রাজ্য। উত্তর প্রদেশে যেমন একের পর এক এনকাউন্টার হয়, তেমনই এবার খাস কলকাতায় হয়ে গেল এনকাউন্টার (Kolkata Encounter)। কলকাতা পুলিশ আর STF-র বিশাল বাহিনী এই এনকাউন্টারটি করে। তাঁরা গোপন সুত্রে খবর পেয়েছিল যে, নিউটাউনের একটি আবাসনে গা ঢাকা দিয়ে ছিল ভিনরাজ্যের দুজন দুষ্কৃতী। খবর পেয়েই বিধাননগর পুলিশকে নিয়ে অভিযান চালায় STF আর কলকাতা পুলিশ।
প্রাথমিক খবর অনুযায়ী, পুলিশের গুলিতে পাঞ্জাবের ওই দুই দুষ্কৃতী নিকেশ হয়েছে। পাশাপাশি এক পুলিশ কর্মীও জখম হয়েছে বলে জানা গিয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনী। এনকাউন্টারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, দুপুর ৩টে নাগাদ গোপন খবর পেয়ে নিউটাউনের বি-ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালায় যৌথ বাহিনী। পুলিশের কর্মীরা আবাসনে ঢুকতেই তাঁদের উপর গুলি চালায় দুষ্কৃতীরা। এরপরই পাল্টা গুলি ছোঁড়ে পুলিশও। বাহিনীর গুলিতে দুজন দুষ্কৃতী নিহত হয়েছে বলে জানা গিয়ছে। এখনও গুলির লড়াই চলছে বলে খবর।
The post যোগীরাজ্যের মতো এনকাউন্টার বাংলাতেও, নিউটাউনে শ্যুটআউটে নিহত দুই দুষ্কৃতী first appeared on India Rag .from India Rag https://ift.tt/3w8aAJf
Bengali News