নয়া দিল্লীঃ করোনা মহামারীতে অনাথ হওয়া বাচ্চাদের জন্য স্বস্তির খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বড় ঘোষণা করে করোনার কারণে মাতা-পিতাহারা সন্তানদের ‘PM CARES FOR CHILDREN” যোজনার অন্তর্গত সহায়তা করা হবে। অনাথ বাচ্চারা ১৮ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা। ১৮ বছর হয়ে গেলে উচ্চ শিক্ষার জন্য বিনা সুদে ঋণ। এবং ২৩ বছর বয়সে পিএম কেয়ার্স থেকে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় এই কথা জানিয়েছে।
Prime Minister announced that all children who have lost both parents or guardian due to #COVID19 will be supported under ‘PM-CARES for Children’ scheme. Such children to get a monthly stipend once they turn 18 and a fund of Rs 10 lakh when they turn 23 from PM CARES: PMO
— ANI (@ANI) May 29, 2021
https://platform.twitter.com/widgets.js
প্রধানমন্ত্রী কার্যালয় (PMO) থেকে বলা হয়েছে, কোনও শিশু অনাথ বলে তাঁকে কেন্দ্র সরকারের নবোদয় বিদ্যালয় অথবা সৈনিক স্কুলে ভর্তি করানো হবে। অভিভাবকের মৃত্যুর পর সেই বাচ্চারা যদি তাঁদের কোনও পরিজনের কাছে থাকে, তাহলে তাঁকে সেখানকার কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করানো হবে। আশেপাশে কোনও কেন্দ্রীয় বিদ্যালয় না থাকলে, সে বেসরকারি স্কুলে ভর্তি হতে পারবে শিক্ষার অধিকার আইন অনুযায়ী তাঁকে ফিজ দেবে সরকার।
The post করোনায় অনাথ বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যবীমা এবং ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর first appeared on India Rag .from India Rag https://ift.tt/3vAKZbv
Bengali News