মেদিনীপুরঃ ভোট পরবর্তী হিংসা থামার নামই নিচ্ছে না বাংলায়। ফলাফল প্রকাশের পর থেকে বাংলা জুড়ে খুন, ভাঙচুর এমনকি ধর্ষণের ঘটনাও সামনে এসেছে। আর এই ঘটনার পর্যবেক্ষণের জন্য বুধবার রাজ্যে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দল। কেন্দ্রীয় দল নবান্নে বসে রাজ্যের প্রশাসনিক করতাদের সঙ্গে যখন মিটিং করছিলেন, তখনই রাজ্যের আরেক প্রান্তে কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার ঘটনা ঘটে যায়।
কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন এদিন মেদিনীপুরের পাঁচকুড়ির সন্ত্রাস কবলিত এলাকার পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে ওনার উপর তৃণমূলের পার্টি অফিস থেকে লোকজন বেরিয়ে এসে হামলা করেছে বলে অভিযোগ করে বিজেপি। মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ইট। এই হামলায় কেন্দ্রীয় মন্ত্রী অক্ষত থাকলেও তিনজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।
ভোটের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে ডায়মন্ড হারবারে এভাবেই হামলা চালায় দুষ্কৃতীরা। আর এবার কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
The post তৃণমূলের পার্টি অফিস থেকে লোক বেরিয়ে হামলা কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির উপর, আহত তিন first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3h2fEtW
Bengali News