মমতা ব্যানার্জীর পার্টি তৃণমূল জেতার সাথে সাথে কট্টরপন্থীরা হিন্দুদের উপর আক্রমনের সুযোগ পেয়ে বসেছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রান্তে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার খবর সামনে আসছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেকে সোশ্যাল মিডিয়ায় রাজ্যপালের কাছে উপযুক্ত ব্যাবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
তবে টুইটার এবং ফোন কল ছাড়া আর কোনো ব্যবস্থা চোখে পড়েনি। রাজ্যপাল টুইট করে জানিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রী মোদীকে রাজ্যের অশান্তির বিষয়ে ফোন করে জানিয়েছেন। বহু হিন্দু এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক জেলা থেকে অন্য জেলায় পলায়ন করেছেন। অনেক হিন্দু পশ্চিমবঙ্গ ছেড়ে অসমে পলায়ন করেছেন।
রাজনৈতিক হিংসার আড়ালে হিন্দুদের উপর লাগাতার হামলা হওয়ার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের হিন্দুদের উপর আক্রমণ নিয়ে দেশজুড়ে হিন্দুত্ববাদীদের প্রতিবাদ দেখাতে লক্ষ করা যাচ্ছে।
Human chain and protest rally is going on in front of the National Press Club in Dhaka, the capital of Bangladesh. pic.twitter.com/aZta0Vn7aP
— Avro Neel Das
(@avroneel90) May 7, 2021
https://platform.twitter.com/widgets.js
তবে শুধু ভারত দেশে নয় প্রতিবেশী দেশেও হিন্দুদের উপর আক্রমেনর বিরুদ্ধে মানুষকে গর্জে উঠতে দেখা যাচ্ছে। তাজা খবর বাংলাদেশ থেকে আসছে। যেখানের হিন্দুরা পশ্চিমবঙ্গে হওয়া ঘটনা নিয়ে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং প্রতিবাদে রাস্তায় নেমেছেন। যেখানে পশ্চিমবঙ্গের অশান্তি নিয়ে বিজেপির নেতারা শুধুমাত্র ধর্না দিতে ব্যাস্ত, সেখানে বাংলাদেশের হিন্দুরা যেভাবে প্রতিবাদ জানিয়েছেন তা সবার দৃষ্টি আকর্ষন করেছেন।
পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল ঘোষণার পর হিন্দু বাড়ি আর দোকানপাট লুট, হত্যা, হিন্দু নারীদের ধর্ষণ, বিভিন্ন মন্দির,বাসা বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ সহ, হিন্দুদের গৃহহীন করে পাশের রাজ্যে আসামে রিফিউজি হিসেবে জীবনযাপনে বাধ্য করার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে চলছে বিক্ষোভ সমাবেশ। pic.twitter.com/F5Mz8cRO9t
— VHP (@BangladeshVhp) May 7, 2021
https://platform.twitter.com/widgets.js
ঢাকা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের হিন্দুরা মমতা ব্যানার্জীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। সেখানে মমতার কুশপুতুল পোড়াতে দেখা যায় বাংলাদেশ হিন্দু মহাজোটের সদস্যদের। বাংলাদেশ হিন্দু পরিষদ এবং জাগো হিন্দু পরিষদের মতো সংগঠনও এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিল।
The post পশ্চিমবঙ্গের অশান্তি নিয়ে গর্জে উঠল বাংলাদেশের হিন্দুরা! পুড়ল মমতা ব্যানার্জীর কুশপুতুল first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2R4zPwy
Bengali News