-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সাদামাটা শাড়ি আর ভাড়ার গাড়ি নিয়ে বিধানসভায় শপথ নিতে সদূর বাঁকুড়া থেকে কলকাতায় চন্দনা

- May 07, 2021



কলকাতাঃ বিধানসভায় পৌঁছাতে দাদার গাড়ি ভাড়া করে বাঁকুড়া থেকে কলকাতায় এসে পৌঁছালেন বিজেপির নতুন বিধায়ক চন্দনা বাউরি। আজ বিধানসভায় শপথ নেবেন সাধারণ রাজমিস্ত্রীর গৃহিণী চন্দনা। বিজেপির সবথেকে দরিদ্রতম প্রার্থী হিসেবে নাম উঠে এসেছিল চন্দনার। সংবাদের শিরোনামে বারবার উঠে এসেছিল সে। জয়ের বিষয়ে বরাবরই আত্মবিশ্বাসী ছিল চন্দনা। তাঁর স্বপ্ন আর জয়ের প্রতি আত্মবিশ্বাস আজ তাঁকে বিধানসভায় নিয়ে গিয়ে পৌঁছেছে।

রাজমিস্ত্রীর গৃহিণী, দুই সন্তানের মা চন্দনা টালির বাড়িতে নিজের গৃহপালিত পশুদের নিয়ে বসবাদ করেন। প্রচারে গোটা এলাকা দাপিয়ে বেরিয়েছিল চন্দনা। আর তাঁর সুফলও পেয়েছে সে। বিধানসভায় শপথ গ্রহণের সময় কৃতজ্ঞতায় গলা বুজে আসে বিজেপির সবথেকে দরিদ্রতম প্রার্থীর। চন্দনা বলেন, ‘আমার মতো একজন দরিদ্র মানুষকে বিজেপি যে টিকিট দিয়েছে সেটাই অনেক বেশি। কলকাতায় আসতে অনেক খরচ, আমি তবুও এসেছি। শালতোড়ার মানুষ আমার উপর বিশ্বাস রেখেছে। আমাকে তো আসতেই হত।”

chandana bauri

বিধায়ক হওয়ার স্বপন পূরণ হয়েছে চন্দনার। এবার এলাকার মানুষের পাশে থেকে, এলাকার মানুষের উন্নয়ন করার স্বপ্ন পূরণ করতে চান তিনি। শুক্রবার ১৪৭ জন বিধায়কের সঙ্গে শপথ নেন বিজেপির এই ননহেভিওয়েট কিন্তু জনপ্রিয় প্রার্থী। আগামী পাঁচ বছর এলাকার মানুষের পাশে থাকার জিদ নিয়েই এবার পথ চলা শুরু করবেন তিনি।

The post সাদামাটা শাড়ি আর ভাড়ার গাড়ি নিয়ে বিধানসভায় শপথ নিতে সদূর বাঁকুড়া থেকে কলকাতায় চন্দনা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3vQL0YO
Bengali News
 

Start typing and press Enter to search