নেতারা দাবি করেন যে তারা জনগণের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য রাজনীতি করেন। এই যুক্তি কতটা ভণ্ডামির তা প্রমাণ হয় প্রতিহিংসার রাজনীতিতে। কোনো রাজ্যে বা দেশের সবথেকে বড়ো সম্পদ সেই দেশ বা রাজ্যের জনগণ। যখন সেই জনগণকেই রাজনীতির কারণে পিটিয়ে মারা হয় তখনই সামনে আসে নেতাদের আসল উদেশ্য।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পর লাগাতার রাজনৈতিক হিংসার ঘটনা সামনে আসছে। যা পুরো দেশকে ব্যাথিত করেছে। যদিও প্রশাসনের তরফ থেকে এই হিংসাকে বন্ধ করার কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে চোখে পড়ছে না। মমতা ব্যানার্জীর পার্টির গুন্ডারা রাজ্যজুড়ে এই হিংসা ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই হিংসার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে এক বিজেপি কর্মীকে কান্নাকাটি করতে দেখা যাচ্ছে। বিজেপি কর্মীকে ভাইরাল ভিডিওতে বলতে দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জীর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে।
@narendramodi @AmitShah @myogiadityanath
I have no words left to say but if you turn a blind eye on this then I'm sorry but BJP is also none other than any other corrupted political parties. Indira Gandhi could've been a better a PM at this time!
#PresidentsRuleinBengal pic.twitter.com/GFZD9KTntH
— Janmajit Sinha (@Impregnable007) May 5, 2021
https://platform.twitter.com/widgets.js
বিজেপি কর্মী কাঁদতে কাঁদতে বলছেন, “আমাদের বাঁচান, সবার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা কি করবো বুঝতে পারছি না। আমরা মরে যাবো, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে।” ভাইরাল ভিডিওতে ব্যাক্তি নিজেকে এসসি মোর্চার একজন নেতা বলে দাবি করেছেন। তিনি এও দাবি করেছেন যে তার বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
While West Bengal Police is busy fact-checking and managed to find only a few videos as 'old' but they are not working to safeguard their own citizens.
What a shame!
Don't disprove people but secure them
https://t.co/NiJkZUiYcd
— Angry Saffron (@AngrySaffron) May 5, 2021
https://platform.twitter.com/widgets.js
প্রসঙ্গত, রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে যে তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ভিডিওর ফ্যাক্ট চেক করতে ব্যাস্ত রয়েছে। হিংসা দমনে তথা তৃনমূল আশ্রিত গুণ্ডাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি।
The post “সব হিন্দুদের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, আমাদের বাঁচান”- ভাইরাল বিজেপি কর্মীর আর্তনাদের ভিডিও first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3xQ3b2f
Bengali News