-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে কী কাজ থাকবে আলাপনের, কতই বা বেতন?

- May 31, 2021


কলকাতাঃ দিল্লীতে বদলি হয়ে যাবেন না বলে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) । এই ইস্তফার পর আলাপন বন্দ্যোপাধ্যায় নিজের নাম ইতিহাসে তুলে ফেললেন। কারণ স্বাধীন ভারতে এরকম হয়ত আর কোনও মুখ্যসচিব করে উঠতে পারেন নি। ওনার ইস্তফার পর নাটকীয় ভাবে ওনাকে নিজের মুখ্য উপদেষ্টা পদে নিযুক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এখন প্রশ্ন উঠছে যে, নতুন পদে কেমন বেতন পাবেন আলাপন বন্দ্যোপাধ্যায়? কী কী সুবিধা পাবেন তিনি আর কী কাজ করবেন তিনি? নতুন মাসের প্রথম দিন অর্থাৎ ১ লা জুন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে নিজের কাজে নেমে পড়বেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব। মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান ইস্যুতে পরামর্শ দেবেন তিনি।

এছাড়াও আর কী কী দায়িত্ব পাবেন সেটা আগামীকাল অর্থমন্ত্রকের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে আগামী তিন বছরের জন্য কাজ করবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আর এই কাজের জন্য তিনি মাসে আড়াই লক্ষ টাকা করে বেতন পাবেন। এছাড়াও সমস্ত রকম সুবিধা দেওয়া হবে ওনাকে।

আরেকদিকে, আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করে সকালেই কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বর্তমানে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আর কেন্দ্রের অধীনে নেই, তাহলে এখন কি করবে কেন্দ্র? নয়াদিল্লী সূত্রের খবর অনুযায়ী, আলাপন বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছায় অবসর নিলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র সরকার। 

সোমবার সকালে দিল্লীর নর্থ ব্লকে কর্মিবর্গের মন্ত্রকে রিপোর্ট করার কথা ছিল আলাপনের। কিন্তু তিনি সেখানে না গিয়ে নবান্নে যান। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেন যে, আলাপনকে ছাড়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী আলাপনের বদলি প্রত্যাহার করার জন্যও আবেদন করেন কেন্দ্রের কাছে। কিন্তু মুখ্যমন্ত্রীর আর্জি গ্রহণ করেনি কেন্দ্র।

রুল বুক অনুযায়ী, রাজ্যের মুখ্যসচিবের বদলি কেন্দ্র আর রাজ্যের সম্মতিতে হয়। কিন্তু রাজ্য যদি নারাজ থাকে, তাহলে কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মানা হয়। কারণ মুখ্যসচিব যেই দফতরের অধীনে কর্মরত থাকেন, সেটা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পরিচালনা হয়। সেই কারণে মুখ্যসচিবের বদলি নিয়ে কেন্দ্রের মতই চূড়ান্ত থাকে। আর এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে।

কেন্দ্রের সুত্র অনুযায়ী, আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিয়েছেন ঠিকই, কিন্তু এটা কোনও লাভ হবে না। ওনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ হবে।

The post মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে কী কাজ থাকবে আলাপনের, কতই বা বেতন? first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3z1g36y
Bengali News
 

Start typing and press Enter to search