বলা হয় যেখানে নারীকে অপমান করা হয়, অত্যাচার করা হয় সেখানে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে না।
রবিবার ২ তারিখ মমতা ব্যানার্জীর পার্টি তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর থেকে রাজ্যজুড়ে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। যা থেকে রক্ষা পাচ্ছে না বিজেপির মহিলা কর্মীরাও। বহু বিজেপি কর্মীর বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার খবর সামনে এসেছে।
একই সাথে বেশকিছু মৃত্যু সাথে ধর্ষণের অভিযোগও সামনে এসেছে। লক্ষণীয়, বিজেপি নেতারা এই হিংসার বিরোধিতা করে ধর্ণায় বসেছেন। যদিও বেশিরভাগ শুভচিন্তক মানুষের দাবি, ধর্নায় বসে কোনো লাভ নেই বরং কড়া পদক্ষেপের প্রয়োজন রয়েছে।
তৃণমূলের ছত্রছায়ায় থাকা লুঙ্গবাহিনী রাজ্যজুড়ে এই উপদ্রব করছে বলে অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় লুঙ্গিবাহিনীর উপদ্রবের নানা দৃশ্য সামনে আসছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে বিজেপি মহিলাকর্মীদের লুঙ্গিবাহিনীদের প্রতিরোধ করতে দেখা যাচ্ছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সবুজ আবির মেখে কিছু লোক মহিলাদের হুমকি দিচ্ছে। তবে মহিলারা দা, বটি নিয়ে বেরিয়ে আসতেই তারা পলায়ন করে। দাবি করা হয়েছে, সবুজ আবির মেখে লুঙ্গিবাহিনীর দল উপদ্রব করতে এসেছিল। এরপর বিজেপির মহিলা কর্মীরা দা, বটি নিয়ে তাড়া করতেই লুঙ্গিবাহিনী পলায়ন করে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। ঘটনাটি বনগাঁর বলে দাবি করা হচ্ছে।
The post হামলা করতে এসেছিল লুঙ্গিবাহিনী! দা, বটি নিয়ে বিজেপির মহিলারা তাড়া করতে করল পলায়ন first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2RsaVa7
Bengali News