নয়া দিল্লিঃ দেশজুড়ে করোনার প্রকোপ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। রেকর্ড হারে মারণ ভাইরাসের সংক্রমণও ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত অক্সিজেনের জোগান। দেশের একাধিক রাজ্য থেকে উঠে আসছে অক্সিজেনের আকালের খবর। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর সমালোচনার মুখে পড়তে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। এমনকি দিল্লি হাইকোর্টও কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেছিল। তবে এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে অক্সিজেনের সংকট দূর করতে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
এদিন তিনি জানালেন, দেশের অক্সিজেন ঘাততি (Oxygen Shortage) মেটাতে সর্বত্র প্রায় ৫৫১টি অক্সিজেন প্লান্ট (Oxygen Plant) চালু করার সিদ্ধান্তের কথা। এমনকি করোনা নিয়ে দেশজুড়ে যে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় PM Cares Fund এর যথাচ্ছ ব্যবহার নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধী শিবির। তবে এদিন দেশের সর্বত্র প্রায় ৫৫১টি অক্সিজেন প্লান্ট চালু করার সিদ্ধান্তের পুরো খরচটির জোগান দেবে PM Cares Fund বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশের জেলা হাসপাতাল অথবা বড়বড় সরকারি হাসপাতালে এই Pressure Swing Adsorption (PSA) মেডিক্যাল অক্সিজেন প্লান্ট তৈরি করা হবে। সেখান থেকেই সরবরাহ করা হবে ওই এলাকার অক্সিজেন। যার দায়িত্ব থাকবে সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উপর। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব এই অক্সিজেন প্ল্যান্ট গুলি কার্যকর করার। তবে সরকারি ভাবে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।
উল্লেখ্য, দেশে করোনা মোকাবিলায় অক্সিজেনের আকালের খবর সবথেকে বেশি উঠে আসছে রাজধানী দিল্লি এবং বাণিজ্যনগরী মুম্বাই থেকে। এমনকি গুজরাত, মধ্যপ্রদেশের চিত্রটাও একই রকম। তবে উত্তরপ্রদেশের যোগী সরকার দাবি করেছেন সেখানে পর্যাপ্ত পরিমান অক্সিজেন মজুত রয়েছে। পাশাপাশি এও হুঁশিয়ারি দেওয়া হয়, যদি কেউ অক্সিজেনের আকাল নিয়ে সেখানে ভুয়ো খবর ছড়ায় তাহলে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
The post PM CARES ফান্ডের টাকা দিয়ে দেশ জুড়ে ৫৫১টি অক্সিজেন প্ল্যান্ট চালু করার ঘোষণা প্রধানমন্ত্রীর first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3dWM5Ip
Bengali News