-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কর্নাটক: ভগবত গীতার ৩০০০ কপি থাকা লাইব্রেরিতে আগুন লাগালো উপদ্রবীরা, দায়ের হলো FIR

- April 11, 2021


কর্নাটকের মহীশূরে এক লাইব্রেরিতে কিছু উপদ্রবী আগুন লাগিয়ে দিয়েছে। এই পুস্তকালয়ে ভাগবত গীতার প্রায় তিন হাজার কপি ছিল। প্রাপ্ত খবর অনুযায়ী লাইব্রেরিটি একটা পাবলিক লাইব্রেরি ছিল। ৯ ই এপ্রিল অর্থাৎ শুক্রুবার দিন এই ঘটনা ঘটেছে।

লাইব্রেরিটিতে প্রায় ১১ হাজারের বেশি পুস্তকের সংগ্রহ ছিল। লাইব্রেরিটি সৈয়দ ইসাক নামের এক ব্যাক্তির। পাবলিক লাইব্রেরি তৈরির জন্য উনি এলকায় বেশ বিখ্যাত ছিলেন। উনার কারণে বহু মানুষজন এত সংখ্যায় বই লাইব্রেরিতে বসে পড়তে পারতেন।

সৈয়দ ইসাক বলেন, তিনি ভোর ৪ টের সময় তার পুস্তকালয়ে আগুন লাগার খবর পান। উনার বাড়ির পাশে থাকা এক ব্যাক্তি খবর দেন যে তার লাইব্রেরিতে আগুন লেগেছে। এরপর উনি দৌড়ে সেখানে গেলে দেখেন যে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।

উনি বলেন, পুস্তকালয়ে ৩০০০ কপির বেশি ভাগবত গীতা ছিল। স্থানীয়রা ধারণা করছেন যে কট্টরপন্থীরা এই আগুন লাগিয়েছে। সৈয়দ ইসাক এই ঘটনায় পুলিশের কাছে মামলা দায়ের করিয়েছেন। আইপিসি ধারা ৪৩৬ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

https://platform.twitter.com/widgets.js

সৈয়দ ইসাক জানিয়েছেন যে তিনি শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন তাই তিনি চান না যে আর কেউ শিক্ষা থেকে বঞ্চিত হোক। এই উদেশ্য নিয়েই লাইব্রেরি বানিয়েছিলেন। সৈয়দ ইসাক বলেন, আমি আবার লাইব্রেরি নির্মান করবো। জানিয়ে দি, সৈয়দ ইসাক একজন সাধারণ শ্রমিক।

The post কর্নাটক: ভগবত গীতার ৩০০০ কপি থাকা লাইব্রেরিতে আগুন লাগালো উপদ্রবীরা, দায়ের হলো FIR first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3wW8cWS
Bengali News
 

Start typing and press Enter to search