পশ্চিমবঙ্গে চার দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে রাহুল গান্ধী নির্বাচনের প্রচারের জন্য পশ্চিমবঙ্গ পৌঁছাননি। তবে এখন খবর সামনে আসছে যে রাহুল গান্ধী কংগ্রেসের নির্বাচনী প্রচারের জন্য পশ্চিমবঙ্গ আসছেন। জানিয়ে দি, কংগ্রেস পার্টি পশ্চিমবঙ্গের প্রচারের জন্য রাহুল গান্ধীকে স্টার প্রচারকের মর্যাদা দিয়েছেন। তবে ৪ দফার আগে রাহুল গান্ধীকে পশ্চিমবঙ্গে দেখা যায়নি।
চতুর্থ দফা সম্পন্ন হওয়ার পর এবার রাহুল গান্ধীকে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে দেখা যাবে। উল্লেখ্য, এবার কংগ্রেস পার্টি পশ্চিমবঙ্গে বামপন্থী ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) এর সাথে জোট করে নির্বাচনে লড়ছে। রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এলে তিনি জনগণকে জোটের জন্য ভোট দেওয়ার অনুরোধ করবেন। ১৪ ই এপ্রিল রাহুল গান্ধী প্রচারের জন্য পশ্চিমবঙ্গে আসছেন বলে সূত্রের খবর।
রাহুল গান্ধীর পশ্চিমবঙ্গে আসার কথা শুনে কংগ্রেস পার্টির সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই উৎসাহ আছে। তবে আশ্চর্যজনকভাবে বিজেপি সমর্থকদের মধ্যেও উৎসাহ রয়েছে। এর কারণ হিসেবে বিজেপি সমর্থকরা জানিয়েছেন যে, রাহুল গান্ধী শুধু যে কংগ্রেস পার্টির স্টার প্রচারক এটা ভুল। বিজেপি সমর্থকদের মতে রাহুল গান্ধী যেখানে যেখানে প্রচার করবেন সেখানে সেখানে বিজেপির ভোট বৃদ্ধি পাবে।
অতীতে অনেক রাজ্যের নির্বাচনে এমনটা দেখা গেছে বলে দাবি করেছেন বিজেপি সমর্থকরা। তাদের মতে রাহুল গান্ধীর বক্তব্য শুনে কংগ্রেস সমর্থকরাও অনেক সময় বিজেপি সর্মর্থকে পরিণত হয়।
The post পশ্চিমবঙ্গে প্রচারে আসার দিন ঘোষণা করলেন রাহুল গান্ধী! বিজেপি সমর্থকরা করল ট্রোল first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3d88AJL
Bengali News